পাওনা টাকা আদায়ের আবেদন পত্র লেখার নিয়ম

পাওনা টাকা আদায়ের আবেদন পত্র লেখার নিয়ম

মানুষ সামাজিক জীব। সমাজে চলাফেরা করতে একে অপরের সাহায্য নেওয়া একান্ত জরুরি বিষয়। অনেক সময় এমন হয় যে, বিপদে বা প্রয়োজনের তাকিদে একে অপরের কাছ থেকে বিভিনন্ন চুক্তির মাধ্যমে টাকা ধার নেয়।

টাকা ধার নেওয়ার সময় অনেকেই সময় নির্ধারণ করে দেন, আবার কেউ কেউ সময় নির্ধারণ করেন না। সে যাইহোক, পরবর্তীতে যখন টাকা ফেরত নেওয়ার প্রয়োজন হয়, তখন কিভাবে পাওনা টাকা আদায়ের আবেদন পত্র লিখবেন তার নমুনা এই ব্লগে উপস্থাপন করা হয়েছে।

অনেক সময় দেখা যায়, পাওনাদার চক্ষুলজ্জা বা অন্য কোন কারণে টাকা ফেরত চাইতে পারে না। এক্ষেত্রে আবেদন পত্রের শরণাপন্ন হতে পারেন।

পাওনা টাকা আদায়ের আবেদন পত্র লেখার নমুনা

তারিখ: ২৩ জানুয়ারি ২০২২ ইং
বরাবর,
শরিফুল ইসলাম আলমগীর,
পাঠধা বিলবরুল্লাহ, নানশ্রী, কিশোরগঞ্জ।

বিয়ষ: পাওনা টাকা আদায়ের আবেদন পত্র।

জনাব,
যথাবিহীত সম্মানপ্রদর্শণ পূর্বক নিবেদন এই যে, গত ২০ ডিসেম্বর ২০১৯ সালে প্রয়োজন বসতঃ আপনি আমার কাছ থেকে ১,২০,০০০/- টাকা ধার নিয়েছিলেন। ইতোমধ্যেই ২ বছর অতিবাহিত হয়ে গেছে। ইদানিং আমিও বেশ অসুস্থ, যে কারণে চাকরি থেকে অব্যাহতি নিতে হচ্ছে। ফলে পারিবারিক ভাবে আর্থিক সংকটের সম্মুখীন হতে যাচ্ছি।

অতএব, আপনার নিকট আমার একান্ত আবেদন এই যে, আমাকে আগামী ১ মাসের মধ্যে পাওনা টাকাটা ফেরত দিয়ে মানবিক সহায়তায় আমাকে বাধিত করবেন।

নিবেদক –
নাম:মোছা. আছিয়া খাতুন ****
পিতা: মৃত আব্দুল *****
গ্রাম: তারাকান্দি
উপজেলা: হুসেনপুর, ****
জেলা: কিশোরগঞ্জ
মোবাইল: +৮৮০১৮২২*****

পাওনা টাকা আদায়ের দরখাস্ত বা আবেদন পত্র এভাবেই লিখতে হয়। অবশ্যই নিয়মটা ভালো করে ফলো করুন। তারপর নিজেই ট্রাই করতে পারেন।

IT Nirman

যত জ্ঞান-ধন করেছি অর্জন জীবনের প্রয়োজনে,
তার সবটুকুই বিলাতে চাই সৃষ্টির কল্যাণে।

Add comment

Your Header Sidebar area is currently empty. Hurry up and add some widgets.