আবেদন পত্র

ষষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন পত্র লেখার নিয়ম

ষষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন পত্র লেখার নিয়ম
Written by IT Nirman

পঞ্চম শ্রেণি পাস করে প্রায় শিক্ষার্থীদের ক্ষেত্রেই স্কুল পরিবর্তন করার প্রয়োজন হয়। কারণ হিসেবে প্রাইমারি স্কুলে উচ্চ মাধ্যমিক শিক্ষার ব্যবস্থা না থাকা বা উন্নত শিক্ষার প্রয়োজনে স্কুল পরিবর্তন করতে হয়।

মনে কর তুমি কোন এক স্কুল থেকে পঞ্চম শ্রেণি (সমাপনী) পাস করে অন্য কোন উচ্চ মাধ্যমিক স্কুলে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হতে চাও। এক্ষেত্রে তুমি কিভাবে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন পত্র লিখবে, তার একটি নমুনা এই ব্লগে উপস্থাপন করা হয়েছে।

অথবা পরীক্ষার প্রশ্নে তোমাকে লিখতে বলা হলো –

  • ষষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদন পত্র লেখ /
  • ষষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য প্রধান শিক্ষকের নিকট দরখাস্ত লেখ /
  • ষষ্ঠ শ্রেণিতে ভর্তির অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদন লেখ

দরখাস্ত বা আবেদন পত্র একই জিনিস। তোমরা যদি দরখাস্ত লেখার নিন্মোক্ত নিয়মটি ফলো কর, তাহলে নিশ্চই তোমাদের দরখাস্তটি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর বা তোমাদের লক্ষ্যপূরণে কার্যকরী ভূমিকা পালন করবে।

তারিখ: ০২ জানুয়ারি ২০২৪ ইং
বরাবর,
প্রধান শিক্ষক,
সৈয়দ আফতাব আলী স্কুল এণ্ড কলেজ, হবিগঞ্জ, সিলেট।

বিয়ষ: ষষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন পত্র

মহোদয়,
যথাবিহীত সম্মানপ্রদর্শণ পূর্বক নিবেদন এই যে, আমি তারামিয়া প্রাইমারি বিদ্যালয়, হবিগঞ্জ, সিলেট থেকে সমাপনী পরীক্ষায় জিপিএ ৪.৬০ পেয়ে উত্তীর্ণ হয়েছি। এখন আমি আপনার শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হতে চাই।

অতএব, আপনার নিকট আমার আকুল আবেদন এই যে, আপনার সৈয়দ আফতাব আলী স্কুল এণ্ড কলেজে আমাকে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি করে পড়াশোনার সুযোগদানে আমাকে বাধিত করবেন।

নিবেদক –
নাম: মো. আনিছুজ্জামান মুমন
পিতা: মো. লিয়াকত মুন্সি
গ্রাম: হবিগঞ্জ
থানা ও জেলা: হবিগঞ্জ
মোবাইল: +৮৮ ০১*******

About the author

IT Nirman

যত জ্ঞান-ধন করেছি অর্জন জীবনের প্রয়োজনে,
তার সবটুকুই বিলাতে চাই সৃষ্টির কল্যাণে।

Leave a Comment