কলেজে বিষয় পরিবর্তনের জন্য আবেদন পত্র লেখার নিয়ম

কলেজে বিষয় পরিবর্তনের জন্য আবেদন পত্র লেখার নিয়ম

কলেজে বিষয় পরিবর্তনের জন্য আবেদন পত্র লেখা প্রায় শিক্ষার্থীদের ক্ষেত্রে খুবই জরুরি হয়ে পড়ে। অনেক সময় দেখা যায় শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষা দেওয়ার পর বিভাগ পরিবর্তন করে ইন্টারে (এইচএসসিতে) ভর্তি হয়। তখন ভুলক্রমে এমন হয় যে, নতুন কোন সাবজেক্ট উক্ত বিভাগে যুক্ত হয়ে পড়ে।

এক্ষেত্রে পরীক্ষার্থীকে অনেক হতাশাগ্রস্ত হতে দেখা যায়। ঠিক সেই সময়ে বিষয় পরিবর্তন করা অনেক জরুরি হয়ে পড়ে। তখন কলেজ কর্তৃপক্ষের কাছে বিষয় পরিবর্তন করার জন্য দরখাস্ত লেখা ছাড়া আর উপায় থাকে না।

আরও পড়ুনঃ অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র (বাংলা -ইংরেজি)

একাদশ শ্রেণির বিষয় পরিবর্তন করা নিয়ে শিক্ষার্থীদের মাঝে বেশ কৌতুহল থাকে। কেননা, প্রায় শিক্ষার্থীকেই তার নিজস্ব বিভাগ থেকে চতুর্থ বিষয় পরিবর্তনের জন্য আবেদন লিখতে হয়। যাকে ঐচ্ছিক বিষয়ও বলা হয়।

কলেজে বিষয় পরিবর্তনের জন্য আবেদন পত্র লেখার নিয়ম

যে কোনো ধরণের আবেদন পত্র লেখার ক্ষেত্রে তার নির্দিষ্ট একটি নিয়ম ফলো করতে হয়। আজ আমরা আপনাকে কলেজের চতুর্থ বিষয় পরিবর্তনের জন্য আবেদন পত্র লেখার নিয়মটি নমুনা সহ দেখানোর চেষ্টা করবো।

একটি দরখাস্ত বা আবেদন পত্র লিখতে প্রথমেই তারিখ লিখতে হয়। তারপর যথাক্রমে – বরাবর, ব্যক্তির নাম বা পদবি, প্রতিষ্ঠানের নাম, দরখাস্তের বিষয় এবং এর বিস্তারিত। সবশেষে দরখাস্ত মঞ্জুরের জন্য অনুরোধ করতে হয় এবং নিজের পরিচয় নামসহ দিতে হয়। এটাই মূলত একটি দরখাস্ত লেখার প্রোপার নিয়ম।

ঐচ্ছিক / চতুর্থ বিষয় পরিবর্তনের জন্য আবেদন পত্র লেখার নিয়ম

তারিখঃ ১০ জানুয়ারি ২০২৩ ইং
বরাবার,
প্রিন্সিপাল
গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ।

বিয়ষঃ ঐচ্ছিক বিষয় পরিবর্তনের জন্য আবেদন

জনাব,
যথাবিহীত সম্মানের সাথে নিবেদন এই যে, আমি আপনার কলেজের একাদশ শ্রেণির আর্টস বিভাগের একজন নিয়মিত ছাত্র। কলেজে ভর্তি হওয়ার সময় আমার আর্টস বিভাগে ঐচ্ছিক / চতুর্থ বিষয় হিসেবে পৌরনীতি নিয়েছিলাম। কিন্তু এখন আমি চতুর্থ বিষয় পৌরনীতি পরিবর্তন করে ভূগোল নিতে চাই।

অতএব, আপনার সমীপে আমার আকুল আবেদন এই যে, আমার বিভাগের চতুর্থ বিষয় পরিবর্তন করে পড়াশোনার সুবিধা প্রদানে বাধিত করবেন।

নিবেদক –

নামঃ খাইরুল ইসলাম
শ্রেণিঃ একাদশ
বিভাগঃ আর্টস
রোলঃ ৫৩
প্রতিষ্ঠানঃ গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ।

আরও পড়ুনঃ কলেজে বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন পত্র (নমুনা কপি)

প্রিয় পাঠক, একাদশ শ্রেণীর বিষয় পরিবর্তনের জন্য আবেদন পত্র লেখার নিয়ম মূলত এমনই। আপনি যদি উপরোক্ত নিয়ম ফলো করে আপনার কলেজে বিষয় পরিবর্তনের জন্য দরখাস্ত লিখেন, তবে আশাকরি আপনার বিষয় পরিবর্তন করা হবে।

ঐচ্ছিক বিষয় ও ৪র্থ বিষয় মূলত একই জিনিসকে বুঝানো হয়। এটি মূলত একটি বাড়তি সাবজেক্ট। আপনি আপনার কলেজ কর্তৃপক্ষের কাছে আবেদন পত্রের মাধ্যমে তা পরিবর্তন করে নিতে পারবেন।

IT Nirman

যত জ্ঞান-ধন করেছি অর্জন জীবনের প্রয়োজনে,
তার সবটুকুই বিলাতে চাই সৃষ্টির কল্যাণে।

Add comment

It Nirman -Google News

Your Header Sidebar area is currently empty. Hurry up and add some widgets.