পড়াশোনা সাধারণ জ্ঞান

বাংলা ছয় ঋতুর নাম ইংরেজিতে (কোন মাসে কোন ঋতু?)

বাংলা ছয় ঋতুর নাম ইংরেজিতে
Written by IT Nirman

ক্লাসে অথবা পরীক্ষায় খাতায় বাংলা ছয় ঋতুর নাম ইংরেজিতে যদি বলতে বা লিখতে বলা হয়, তবে এটা সত্য যে অনেকেই তা পারবে না। আবার কোন কোন মাস নিয়ে কোন ঋতু হয় তা আমাদের অনেকেরই অজানা।

আপনি যদি ৬ ঋতুর নাম এবং কোন মাসে কোন ঋতু আসে তা জানেন, তাহলে আপনি যে কোন সময়ে নিজেই বলতে পারবেন বাংলাদেশে এখন কোন ঋতু চলছে।

এই ব্লগ থেকে আজ আমরা বাংলা ঋতুর নাম সমূহ সম্পর্কে জানবো এবং বাংলাদেশের ষড়ঋতু কোন কোন মাস নিয়ে গঠিত হয় তার উপর ধারণা নিতে চেষ্টা করবো।

বাংলা ছয় ঋতুর নাম

বাংলাদেশ হলো ৬ ঋতুর দেশ। এদেশের প্রকৃতি ছয়টি ঋতুর মাধ্যমে বিভিন্ন রূপে সাজে। বাংলাদেশের ঋতু বৈচিত্র্য রচনা করতে গিয়ে বিভিন্ন কবি-লেখকগণ বাংলা ছয় ঋতুর বৈশিষ্ট্য বিভিন্ন ভাবে তুলে ধরেছেন।

এখানে বাংলাদেশের ছয়টি ঋতুর নাম উপস্থাপন করা হলো: –

১. গ্রীষ্ম

২. বর্ষা

৩. শরৎ

৪. হেমন্ত

৫. শীত

৬. বসন্ত

উপরোক্ত ছয়টি ঋতুই নিজস্ব বৈশিষ্ট্যের জন্য সেরা। তবে বাংলাদেশের এই ছয়টি ঋতুর মধ্যে বসন্ত ঋতুকে “ঋতুরাজ” বলা হয়।

বাংলা ছয় ঋতুর নাম ইংরেজিতে

ইংরেজিতে ৬ ঋতুর নাম নিচে উপস্থাপন করা হলো: –

১. Summer – গ্রীষ্ম

২. Monsoon/Rainy – বর্ষা

৩. Autumn – শরৎ

৪. Late Autumn/Early Winter – হেমন্ত

৫. Winter – শীত

৬. Spring – বসন্ত

আপনি যদি ইংরেজীতে বাংলা ঋতুর নাম সমূহ গুলো সহজেই মুখস্ত করতে চান, তবে প্রথমেই বাংলায় 6 ঋতুর নাম গুলো মুখস্ত করুন, তার পাশাপাশি ইংরেজিতে ট্রাই করুন।

কোন কোন মাস নিয়ে কোন ঋতু হয়?

বাংলাদেশের ঋতু বৈচিত্রের মাঝে আমরা বিভিন্ন ভাবে আনন্দ উপভোগ করি। তবে অনেকেই জানি না যে কোন মাসে কোন ঋতু হয়।

চলুন, কোন কোন মাস নিয়ে কোন কোন ঋতু হয় বলি এবং লিখি –

১. গ্রীষ্ম (Summer) ঋতু মধ্য -এপ্রিল থেকে শুরু হয় এবং মধ্য জুন পর্যন্ত চলে। গ্রীষ্মকাল মূলত বাংলা বছরের বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসকে বুঝানো হয়।

২. বর্ষা (Monsoon/Rainy) ঋতু মধ্য-জুন থেকে শুরু হয় এবং মধ্য-আগস্ট শেষ হয়। বর্ষাঋতু বাংলা বছরের আষাঢ় ও শ্রাবণ মাসকে বুঝানো হয়।

৩. শরৎ (Autumn) ঋতু ইংরেজি মাসের মধ্য-আগস্ট থেকে শুরু হয় এবং মধ্য-অক্টোবর শেষ হয়। যা বাংলা সনের ভাদ্র ও আশ্বিন মাস নিয়ে গঠিত।

৪. হেমন্ত (Late Autumn/Early Winter) ঋতু মধ্য-অক্টোবর থেকে শুরু হয় এবং মধ্য-ডিসেম্বর শেষ হয়। যা বাংলা মাসের কার্তিক ও অগ্রহায়ণ মাসকে বুঝানো হয়।

৫. শীত (Winter) ঋতু ইংরেজি মাসের মধ্য-ডিসেম্বর থেকে শুরু হয় এবং মধ্য-ফেব্রুয়ারি শেষ হয়ে যায়। বাংলা সনের হিসেবে পৌষ ও মাঘ মাসকে শীত ঋতু ধরা হয়।

৬. বসন্ত (Spring) ঋতু ইংরেজি সনের মধ্য-ফেব্রুয়ারি থেকে শুরু এবং মধ্য-এপ্রিল শেষ। বাংলা সনের হিসেবে ফাল্গুন ও চৈত্র মাসকে বসন্ত ঋতু বলা হয়।

শেষ কথাঃ

বাংলা বর্ষপঞ্জিকা অনুযায়ী ছয় ঋতুর নাম রয়েছে। বাংলাদেশের প্রকৃতিতে প্রতি দুই মাসে একটি ঋতুর আর্বিভাব ঘটে। অর্থাৎ, প্রতি দুই মাসে একটি ঋতু পূর্ণতা পায়।

তবে অনেক দেশ আছে, যেগুলোতে সাধারণত ছয় ঋতু থাকে না। যেমন, গ্রীষ্মমণ্ডলীয় দেশগুলোতে মাত্র দুইটি ঋতু থাকে। বর্ষাকাল এবং শুষ্ককাল।

আবার শীতপ্রধান দেশ গুলোতে মাত্র দুইটি ঋতু থাকে। যেমন, পোলার ডে (বসন্ত ও গ্রীষ্ম) এবং পোলার নাইট (শরৎ ও শীত)।

যাইহোক, আশাকরি এই ব্লগ থেকে আপনারা বাংলা ছয় ঋতুর নাম ইংরেজিতে শিখতে পেরেছেন।

About the author

IT Nirman

যত জ্ঞান-ধন করেছি অর্জন জীবনের প্রয়োজনে,
তার সবটুকুই বিলাতে চাই সৃষ্টির কল্যাণে।

Leave a Comment