আবেদন পত্র

স্কুলে বা অফিসে ক্ষমা চেয়ে আবেদন পত্র লেখার নিয়ম

দৈনন্দিন ভুল-ত্রটির কারণে বিভিন্ন ক্ষেত্রে স্কুলে বা অফিসে ক্ষমা চেয়ে আবেদন পত্র লেখার প্রয়োজন হয়। কিভাবে আবেদন পত্র লিখতে হয় জেনে নিন

স্কুল-কলেজে পড়াশোনাকালীন সময়ে অথবা চাকরি জীবনে অনাকাঙ্খিত ভাবে আমাদের বিভিন্ন ভুল-ত্রুটি হয়ে যায়। ফলে স্কুল শিক্ষক বা অফিসের বস আমাদের প্রতি রাগান্বিত হয়। এই পরিস্থিতিতে ক্ষমা চেয়ে আবেদন পত্র লিখলে খুবই ভালো ফলাফল পাওয়া যায়।

আবেদন পত্র বা দরখাস্ত একই জিনিস। কারো কাছে ক্ষমা চেয়ে দরখাস্ত লেখার নিয়ম হলো, দরখাস্তের শুরুটা করতে হয় তারিখ, বরাবর, ব্যক্তির নাম বা পদবি ও বিষয় উল্লেখ করে। তারপর দরখাস্তের মুল বিষয় বিস্তারিত ভাবে লিখতে হবে, অতঃপর নিবেদকের নাম, ঠিকানা ও ফোন নাম্বার ইত্যাদি দিতে হবে।

আপনি শিক্ষার্থী হোন বা চাকরিজীবি, ক্ষমা চেয়ে দরখাস্ত বা আবেদন পত্র লেখার নিয়ম জানা থাকলে নিজে নিজেই অফিসের বসের কাছে বা স্কুলে ক্ষমা চেয়ে আবেদন পত্র লিখতে পারবেন। নিচে একটি নমুনা তুলে ধরা হলো। –

স্কুলে বা অফিসে ক্ষমা চেয়ে আবেদন পত্র লেখার নিয়ম

তারিখ : ০৩/০৮/২০২৩ ইং
বরাবর,
এডমিন
ডিজিটাল আইটি এজেন্সি, মালিবাগ, ঢাকা।

বিয়ষ : ভুল স্বীকারক্তি ও ক্ষমার আবেদন।

জনাব,
যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে, আমি আপনার ডিজিটাল আইটি এজেন্সিতে দীর্ঘ ৫ বছর ধরে সুনামের সাথে কাজ করে আসছি। গত ০২/০৭/২০২৩ ইং তারিখে আমার অসচেতনার দরুণ একটি ভুলের কারণে আপনার এজেন্সির প্রায় ২ লক্ষ টাকার বিদেশী বায়ারের প্রজেক্ট নষ্ট হয়ে গিয়েছিল। ফলে আপনার এজেন্সি আর্থিক ভাবে অনেকটা ক্ষতিগ্রস্থ হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আমাকে ১ মাসের জন্য আপনার এজেন্সিতে প্রবেশের অনুমতি বাতিল করা হয়েছিল। আমি বিষয়টা বিনয়ের সাথে অনুধাবন করতে পেরেছি, এবং আমি নিজের ভুল স্বীকার করছি।

অতএব, জনাব আপনার সমীপে আমার আকুল আবেদন এই যে, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে বাধিত করে পুণরায় আপনার ডিজিটাল আইটি এজেন্সি অফিসে প্রবেশ ও কাজের অনুমতিদানে আপনার মর্জি হয়।

নিবেদক
নাম : মো. আশিকুর রহমান
কাজ /পদবি : সফটওয়্যার ডিজাইনার
প্রতিষ্ঠান : ডিজিটাল আইটি এজেন্সি,মালিবাগ, ঢাকা।
মোবাইল : +৮৮০ ১৯৩*****৯৮

আরও পড়ুনঃ জরিমানা মওকুফের জন্য আবেদন পত্র লেখার নিয়ম

প্রিয় পাঠক, আপনি স্কুল, কলেজ, মাদ্রাসা অথবা অফিসের বসের কাছে ক্ষমা চেয়ে দরখাস্ত বা আবেদন পত্র লেখার নিয়ম মূলত একই। দরখাস্তের মূল সেকশনে আপনি যদি মনের ভাবটা সঠিক ভাবে উপস্থাপন করতে পারেন তাহলেই দরখাস্তটি কার্যকর হবে।

IT Nirman

যত জ্ঞান-ধন করেছি অর্জন জীবনের প্রয়োজনে, তার সবটুকুই বিলাতে চাই সৃষ্টির কল্যাণে।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button
× How can I help you?

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker!