আবেদন পত্র

নতুন রাস্তা নির্মাণের জন্য আবেদন পত্র (নমুনা কপি)

নতুন রাস্তা নির্মাণের জন্য আবেদন পত্র
Written by IT Nirman

মনে কর, তোমার নাম মোহাম্মাদ ইসমাঈল হুসেন। তুমি বাংলাদেশের কোনো এক জেলার অন্তর্গত কোন এক গ্রামের বাসিন্দা। তোমাদের গ্রামের বাসিন্দানের মধ্যকার যোগাযোগের জন্য একটি রাস্তা নির্মাণের খুবই প্রয়োজন। এক্ষেত্রে গ্রামবাসীদের পক্ষথেকে তোমাকে বলা হলো, জেলা প্রশাসকের কাছে চেয়ে নতুন রাস্তা নির্মাণের জন্য আবেদন পত্র লিখো।

এই ধরণের প্রশ্ন পরীক্ষাতেও আসতে পারে। যেভাবেই হোক না কেন, এই প্রশ্নের উত্তর তুমি কিভাবে লিখবা বা কখনও যদি এই ধরণের বায়না করা হয় তবে তুমি আবেদন পত্রটি কিভাবে সাজিয়ে লিখবা তার একটি নমুনা দেওয়ার চেষ্টা করেছি।

আরও পড়ুনঃ গভীর নলকূপ স্থাপনের জন্য আবেদন পত্র (নমুনা কপি)

নতুন রাস্তা নির্মাণের জন্য আবেদন পত্র লেখার নিয়ম

তারিখঃ ২৯ ডিসেম্বর ২০২৩ ইং
বরারর,
জেলা প্রশাসক
চট্টগ্রাম, মিরসরাই, চট্টগ্রাম।

বিষয়ঃ নতুন রাস্তা নির্মাণের জন্য আবেদন।

জনাব,
যথাবিহিত সম্মানপূর্বক নিবেদন এই যে, আমরা আপনার চট্টগ্রাম জেলার অন্তর্গত মীরসরাই থানার ১২নং খৈয়াছড়া ইউনিয়নের বাসিন্দা। উক্ত ইউনিয়নের ইছাখালি গ্রামটি একটি নদীর কারণে দুই ভাবে বিভক্ত। আমাদের গ্রামবাসীসের মধ্যকার যোগাযোগের জন্য কোনো রাস্তা নেই। এজন্য আমাদের পুরো গ্রামবাসীরা বিভিন্ন সুযোগ -সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি।

অতএব, আপনার নিকট খৈয়াছড়া ইউনিয়নের সকল বাসিন্দাদের বিনীত আবেদন হলো, আমাদের গ্রামের মধ্যকার যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটাতে একটি নতুন রাস্তা নির্মাণ করে গ্রামবাসীদের বাধিত করবেন।

গ্রামবাসীদের পক্ষথেকে নিবেদক
নাম: মো. ইসমাঈল হুসেন (বর্তমান মেম্বার)
পিতা: মো. আশরাফ আলী
গ্রাম: ইছাখালি
মোবাইল: +৮৮০১৭৪৮৩*****

আরও পড়ুনঃ আর্থিক অনুদানের জন্য আবেদন পত্র লেখার নিয়ম

উল্লেখ্য, কিছু কিছু ক্ষেত্রে গ্রামবাসীদের মধ্যহতে ১০ -১৫ জনের স্বাক্ষর উক্ত আবেদন পত্রে যুক্ত করার প্রয়োজন হতে পারে। আবার গ্রামের মৌজার নাম উল্লেখ করতে হতে পারে।

About the author

IT Nirman

যত জ্ঞান-ধন করেছি অর্জন জীবনের প্রয়োজনে,
তার সবটুকুই বিলাতে চাই সৃষ্টির কল্যাণে।

Leave a Comment