মিরসরাই বাংলাদেশের চট্টগ্রাম জেলার অন্তর্গত একটি উপজেলা। এটি ভ্রমণ পিপাসু ও অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের কাছে খুবই প্রিয় এবং অনেকের কাছে স্বপ্নও বটে। স্বপ্নের মিরসরাই কিসের জন্য বিখ্যাত তা জানার কৌতুহল কম-বেশি সকলেরই রয়েছে।
মিরসরাই কেন বিখ্যাত তা জানতে হলে মিরসরাই এর ইতিহাস, ঐতিহ্য, দর্শনীয় স্থান, প্রাকৃতিক সৌন্দর্য ও আঞ্চলিক ভাবে বিখ্যাত খাবার সমূহকে বিবেচনা করা যেতে পারে।
আমরা যদি উপরোক্ত বিষয়গুলোকে এনালাইসিস করি, তবে নিজেরাই খুঁজে বের করতে পারবো মিরসরাই কি জন্য বিখ্যাত। এই ব্লগে আজ আমি আপনাদেরকে মিরসরাই উপজেলা সম্পর্কে বেশ কিছু তথ্য দেবো।
মীরসরাই কিসের জন্য বিখ্যাত তা জানার আগে প্রথমেই মীরসরাই এর ইতিহাসের দিকে একটু নজর দেই।
মিরসরাই এর ইতিহাস
ইতিহাস থেকে যতটুকু জানতে পেরেছি, ১৩৪০ সালে সুলতান ফখরুদ্দিন মোবারক শাহ এ অঞ্চলটি অধিকার করে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন।
তারপর যুগ যুগ ধরে আরও অনেক শাসক এই অঞ্চলে তাদের শাসন প্রতিষ্ঠা করেছিলেন। এভাবেই ক্ষমতার পালা-বদল হয়ে এই অঞ্চলটি এক সময় স্থায়ীভাবে মুঘলদের শাসনে চলে আসে।
আরও পড়ুনঃ কিশোরগঞ্জ কিসের জন্য বিখ্যাত? (দর্শনীয় স্থান ও খাবার)
মীরসরাই অঞ্চলটি মোগল আমলে একটি সামরিক ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। যার পূর্বনাম ছিল ‘মেহমান সরাই’। সেই অঞ্চলে মীর সাহেব নামের এক মুসলিম সৈনিক মারা যায়। পরবর্তীতে তাঁর নামেই অঞ্চলটির নাম ”মীরের সরাই বা মীরসরাই নাম করণ করা হয়।
মিরসরাই কিসের জন্য বিখ্যাত?
মিরসরাই হলো চট্টগ্রাম বিভাগের অন্তর্গত একটি উপজেলা। এই উপজেলাটি বাণিজ্যিক ও বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যে অনেক সমৃদ্ধ।
একদিকে উঁচু পাহাড়, অপরদিকে বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ সবাইকেই মুগ্ধ করে। তাছাড়া, ভারতীয় পাহাড় থেকে আসা ফেনী নদী এবং অসংখ্য গিরিঝিরি বেষ্টিত সমতলভূমি মিরসরাইকে পর্যাটকদের কাছে বিখ্যাত রূপে প্রকাশ করে।
মিরসরাই এর আয়তন
মিরসরাই এর আয়তন হলো ৪৮২.৮৮ বর্গ কিলোমিটার। যা প্রায় একটি জেলার সমান! এই বিশাল আয়তনের কথা শুনে অনেকেই অবাক হয়। তবে একথা বলা বাহুল্য, বিশাল আয়তনের জন্যও মিরসরাই বিখ্যাত।
মিরসরাইকে চট্টগ্রামের প্রবেশদ্বার বলা হয়। পার্বত্যচট্টগ্রাম এবং চট্টগ্রাম জেলার সমগ্র অংশ, কিংবা কক্সবাজার যেতে হলে অবশ্যই আপনাকে মিরসরাই উপজেলার সড়ক, রেলপথ অথবা নৌপথ অতিক্রম করতেই হবে।
পশ্চিমে বঙ্গোপসাগর আর পূর্বে দাঁড়িয়ে থাকা পাহাড়ের বিশালতা, মাঝখানে সমতল ভূমি, এ যেনো মিরসরাইবাসীকে স্রষ্টা দু’হাত ভরে সৌন্দর্য আর সম্পদ উপহার দিয়েছেন।
মিরসরাই মহামায়া লেক
মিরসরাই পর্যটন কেন্দ্র গুলোর মধ্যে মহামায়া লেক অন্যতম। মহামায়া লেক হলো বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক এবং একটি জনপ্রিয় পর্যটন স্পট।
মহামায়া লেক আয়তন প্রায় ১১ বর্গ কিলোমিটার। চট্টগ্রাম শহর থেকে ৪৫ কিলোমিটার উত্তরে এবং মীরসরাই উপজেলার ৮ নম্বর দুর্গাপুর ইউনিয়নের ঠাকুরদিঘী বাজার থেকে প্রায় দেড়/দুই কিলোমিটার পূর্বে পাহাড়ের পাদদেশে মহামায়া লেক এর অবস্থান।
মিরসরাই ইকোনমিক জোন
এশিয়ার সর্ববৃহৎ শিল্পনগরী হিসেবেও চট্টগ্রামের মিরসরাই বিখ্যাত। একবিংশ শতাব্দীর শুরু থেকে এই অঞ্চলে শিল্প কারখানা গড়ে উঠে।
ইছাখালী, মঘাদিয়া ও সাহেরখালী ইউনিয়নের সাগর সংলগ্ন চরে ৩৫ হাজার একর জমির উপর গড়ে উঠছে দেশের সবচেয়ে বড় ইকোনমিক জোন, চরের বুকে ঘুরবে শিল্পের চাকা।
আরও পড়ুনঃ থাইল্যান্ড কিসের জন্য বিখ্যাত? (দর্শনীয় স্থান ও খাবার)
১১ জানুয়ারি ২০১৯ সালে দৈনিক ইনকিলাব একটি নিউজ প্রকাশ করে, যেখানে বলা হয় মীরসরাই শিল্পজোনে প্রায় ৩০ লাখ মানুষের কর্মসংস্থান হবে। বাস্তাবতায় আরও বেশি মানুষের কর্মসংস্থান হবে বলে মনে করি।
মিরসরাই বোয়ালিয়া ঝর্ণা ও জঙ্গল
মিরসরাই এর দর্শনীয় স্থান গুলোর মধ্যে বোয়ালিয়া ঝর্ণা অন্যতম আকর্ষণীয়। চারদিকে ঘন জঙ্গলে ঘেরা, উঁচু -নিচু আঁকাবাঁকা পথ, পিচ্ছল পাথর, পানি ও গভীর কূপ।
বোয়ালিয়া ঝর্ণার চারপাশে এতবেশি জঙ্গল, যা অনেকটা ভয়ঙ্কর। জঙ্গলে চলার পথে মাঝে মাঝে বিভিন্ন প্রজাতির সাপ ও প্রাণীদের বিচরণ লক্ষ্য করা যায়।
তবে সকল বাধা উপেক্ষা করে পর্যাটকেরা বোয়ালিয়া ঝর্ণা দর্শনে যায় এবং সেখানে গোসল করে। মজার বিষয় হলো বোয়ালিয়া ঝর্ণার পানি গায়ে লাগতেই সকল ক্লান্তি যেনো নিমিষেই দূর হয়ে যায়।
ঐতিহাসিক স্থাপনা ও দর্শনীয় স্থান
মিরসরাই উপজেলাতে দৃ্শ্যমান অনেক ঐতিহাসিক স্থান ও স্থাপনা রয়েছে। যেগুলো মিরসরাই দর্শনীয় স্থান হিসেবেও পরিচিতি। যেমন –
- ছুটি খাঁ মসজিদ
- নয়দুয়ারী মসজিদ
- শমসের গাজীর কেল্লা
- মহামায়া লেক ও সেচ প্রকল্প
- খৈয়াছড়া ঝর্ণা
- উপকূলীয় বনাঞ্চল
- করেরহাট বনাঞ্চল
- ধুমের শিলা পাথর
- বাওয়াছড়া সেচ প্রকল্প
- মুহুরী সেচ প্রকল্প
- শুভপুর ব্রিজ
- নয়দুয়ারিয়া দিঘী
- পরাগল খাঁ দিঘী
- শান্তিনিকেতন বিহার
- অভয়শরণ বিহার
- মঘাদিয়া জমিদার বাড়ি
- জগন্নাথ ধাম
- মিরসরাই ইকোনমিক জোন ইত্যাদি।
উল্লেখ্য, মিরসরাই অর্থনৈতিক অঞ্চলকেই ইকোনমিক জোন অথবা বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর বলে ডাকা হয়।
খৈয়াছড়া ঝর্ণা
মিরসরাই এর ঝর্ণার ছবি বা ভিডিও কম-বেশি সকলেই দেখেছি। এটি কমলদহ ঝর্ণা, নাপিত্তাছড়া ঝর্ণা, সহস্রধারা ঝর্ণা, ঝরঝরি ঝর্ণা প্রভৃতির তুলনায় এর ঝিরিপথ অনেক বড়। দেখতে বেশ চমৎকার।
খৈয়াছড়া ঝর্ণাটি মিরসরাই এর খৈয়াছড়া ইউনিয়নের অন্তরভূক্ত। স্থানীয়রা ধারণা করে বলেন, এই ঝর্ণাটি ৫০ বছর আগে পাহাড়ি ঢলের ফলে তৈরি হয়েছে, এর পূর্বে এই ঝর্ণাটি ছিল না।
আরও পড়ুনঃ ময়মনসিংহ কিসের জন্য বিখ্যাত? (দর্শনীয় স্থান ও খাবার)
মিরসরাই এর দর্শনীয় স্থান গুলোর মধ্যে খৈয়াছড়া ঝর্ণা বাংলাদেশের অন্যতম বৃহত্তম এবং সুন্দর একটি দর্শনীয় স্থান। এই স্থানটি ভ্রমণ পিপাসু এবং অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের কাছে খুবই প্রিয়।
গুরুত্বপূর্ণ কিছু কথাঃ
প্রিয় পাঠক, ’মিরসরাই কিসের জন্য বিখ্যাত’ তা বুঝানোর স্বার্থে আপনাদের সামনে মিরসরাই উপজেলার সাধারণ ইতিহাস ও দর্শনীয় স্থান গুলোকে উপস্থাপন করার চেষ্টা করেছি।
আপনি যদি একজন ভ্রমণ পিপাসু এবং অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ হন, তবে নিশ্চই উপরোক্ত তথ্যগুলো আপনার কাজে আসতে পারে। দেশ -বিদেশের দর্শনীয় স্থান ও যাতায়াত সেবা সংক্রান্ত গাইড পেতে আমাদের ভ্রমণ গাইড ফলো করতে পারেন।
Add comment