দেশ-বিদেশের প্রায় সকল বড় বড় ফ্রিল্যান্সারদের প্রথম পছন্দ থাকে আপওয়ার্ক (Upwork) মার্কেটপ্লেস। এই মার্কেটপ্লেসে অনেক উচ্চমানের বায়ারের সাথে কাজ করার অপর্চুনিটি রয়েছে। তাই অনেকেই প্রশ্ন করেন upwork এ কি কি কাজ পাওয়া যায়?
টপ রেটেড ফ্রিল্যান্সারদের পাশাপাশি নতুন ফ্রিল্যান্সাররাও আপওয়ার্কে কাজ করতে পারে। আপওয়ার্ক মূলত ফাইভার, ফ্রিল্যান্সার, গুরু ইত্যাদি মার্কেটপ্লেস গুলোর মতই একটি ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটপ্লেস। বাংলাদেশ থেকে হাজার হাজার ফ্রিল্যান্সার এই মার্কেটপ্লেসটিতে কাজ করছেন।
UpWork অন্যান্য ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস গুলোর মতো হলেও এখানে কাজের ডিমান্ড অন্যান্য মার্কেটপ্লেস গুলো থেকে বেশি। তাছাড়া, আপওয়ার্কে কাজ করতে হলে আপনার স্কিল ডেভেলপমেন্ট তুলনামূলক ভালো হতে হবে।
নতুন হিসেবে আপনি যদি UpWork মার্কেটপ্লেসে কাজ করতে চান, তবে প্রথমেই স্কিল টেস্টের মাধ্যমে আপনাকে টিকতে হবে। তবেই আপনি আপওয়ার্কে কাজ করার সুযোগ পাবেন। তাছাড়া, আপওয়ার্কে কাজ করতে হলে আরো বিভিন্ন রিকোয়ারমেন্ট রয়েছে, যা অন্য কোনো আর্টিকেলে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
Table of Contents
UpWork এ কি কি কাজ পাওয়া যায়?
প্রশ্নটির সাধারণ উত্তর হলো – আপনি কম্পিউটার ভিত্তিক যে কোনো স্কিলের উপর আপওয়ার্কে কাজ করতে পারবেন। আপনি যদি আপওয়ার্কে প্রবেশ করে কিছুক্ষণ ঘাটাঘাটি করেন, তবে বিভিন্ন স্কিল আইডিয়া পাবেন।
আপনাদের বুঝানোর সুবিধার্থে আপওয়ার্কের স্কিল গুলোকে ৪ টি ভাবে উপস্থাপন করেছি। তারমধ্যে Top skills, Trending skills, Top skills in US এবং Project Catalog ইত্যাদি।
Top skills – শীর্ষ স্কিল
UpWork মার্কেটপ্লেসে যেই স্কিলের উপর সবচেয়ে বেশি কাজ হয় এবং যেই স্কিল গুলোর ডিমান্ড বেশি সেগুলোকে Top skills এর মধ্যে রাখা হয়েছে। নিচে এমনই কিছু স্কিলের নাম উল্লেখ করা হয়েছে।
► Front-End Developer
► Game Developer
► Graphic Designer
► iOS Developer
► Data Scientist
► Java Developer
► Web Designer
► WordPress Developer
► PHP Developer
► Data Entry Specialists
► Video Editors
► Data Analyst
► Shopify Developer
► Ruby on Rails Developer
►► আরো পড়ুনঃ ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে সফল ফ্রিল্যান্সার হওয়ার উপায়।
► Software Developer
► Software Engineer
► UX Designer
► Virtual Assistant
► Android Developer
► Bookkeeper
► Content Writer
► Copywriter
► Database Administrator
► JavaScript Developer
► Logo Designer
► Mobile App Developer
► Python Developer
► Resume Writer
► SEO Expert
► Social Media Manager
► Technical Writer
► UI Designer
Trending skills – ট্রেন্ডিং স্কিল
সবকিছুতেই সিজনাল একটি প্রভাব থাকে। তখন কোনো কোনো জিনিস হঠাৎ করে মানুষের বেশি প্রয়োজন পড়ে আবার কোনো কোনো জিনিস কম প্রয়োজন পড়ে। UpWork মার্কেটপ্লেতে বর্তমানে যেই কাজগুলো ট্রেন্ডিংয়ে রয়েছে, তা নিচে উল্লেখ করা হলো। –
► Blockchain
► Go development
► Node.js
► Vue.js
► HR consulting
► Web Developers
► Illustrators
► Google AdWords Experts
► Digital Marketers
► Microsoft Power BI
► Instructional design
► React.js
► Videographers
► HTML5 Developers
►► আরো পড়ুনঃ ফাইভারে কাজ পাওয়ার উপায় ও কৌশল।
► Ghostwriters
► Unity 3D Developers
► Business Consultants
► Coders
► Marketing Consultants
► Project Managers
► Arduino Programmers
► Ruby Developers
► AngularJS Developers
► CSS Developers
► Google Sketchup Freelancers
► Back End Developers
► Smartsheet Freelancers
► Zoom Video Conferencing Freelan
► Full Stack Developers
► Email Marketing Consultants
► React Native Developers
► Swift Developers
Top skills in US – শীর্ষ স্কিল আমেরিকা
US বা আমেরিকা ভিত্তিক ক্লাইন্ট বা বায়ার ফ্রিল্যান্সারদের প্রথম টার্গেট থাকে। কেননা, অন্যান্য দেশীয় ক্লাইন্ট থেকে US ক্লাইন্টদের কাজ করে বেশি মজা পাওয়া যায়, সেইসাথে কাজের পারিশ্রমিক (ডলারের) পরিমাণটাও তুলনামূলক বেশি হয়।
একজন ফ্রিল্যান্সার মূলত বৈদেশিক অর্থ উপার্জনের জন্যই ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস গুলোতে প্রবেশ করে। কেন নয়, অর্থই তো আমাদের জীবন চলার চালিকা শক্তিতে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে আছে। যাইহোক, upwork মার্কেটপ্লেসে US ভিত্তিক সেই কাজগুলোর চাহিদা বেশি তা নিচে তুলে ধরা হলো –
► Accountants in US
► CAD Designers in US
► Curriculum Developer in US
► Ebook Designers in US
► Fashion Designers in US
► Technical Support Agents in US
► Virtual Assistants in US
► Web Designers in US
► WooCommerce Developers in US
►► আরো পড়ুনঃ ফাইবার গিগ মার্কেটিং করার সেরা কৌশল সমূহ।
► Ghostwriters in US
► Google Adwords Experts in US
► Graphic Designers in US
► JavaScript Developers in US
► WordPress Developers in US
► Writers in US
► Zoho CRM Specialists in US
► Accountants Near North Carolina
► Adobe Photoshop Experts Near San Antonio, TX
► Product Developers in US
► Shopify Developers in US
► SquareSpace Developers in US
► Tax Preparers in US
► Grant Writers Near Chicago, IL
► Graphic Designers Near New York, NY
► Logo Designers Near Pittsburgh, PA
► Mechanical Engineers Near Seattle, WA
► Music Producers Near Chicago, IL
► Android Developers Near San Francisco, CA
► Bookkeepers Near Los Angeles, CA
► Business Coaches Near Atlanta, GA
► Fashion Designers Near Los Angeles, CA
► SEO Experts Near New York, NY
► Social Media Managers Near Los Angeles, CA
► Videographers Near Dallas, TX
► Virtual Assistants Near Charlotte, NC
► Web Designers Near San Francisco
►► আরো পড়ুনঃ নতুনদের জন্য সেরা ১০ গ্রাফিক্স ডিজাইন টিপস।
► Photo Editors Near Los Angeles, CA
► Photographers Near Brooklyn, NY
► Product Photographers Near Seattle, WA
► Resume Writers Near Chicago, IL
Project Catalog – প্রকল্প ক্যাটালগ
UpWork মার্কেটপ্লেসের একটি ফিচার হলো Project Catalog, এটি মূলত ফাইভারের গিগ এর মত। অর্থাৎ, আপনি আপওয়ার্কে প্রজেক্ট ক্যাটালগ তৈরি করে ফাইভার গিগের মতো সেল করতে পারবেন।
প্রজেক্ট ক্যাটালগে মূলত ছোট্ট ছোট্ট কাজের ডেমো থাকে, যা হুবহু ফাইবার গিগ এর অপরনাম বলা যায়। যেগুলো বায়ারগণ পছন্দ করতে পারেন এবং সেলারের সাথে যোগাযোগের মাধ্যমে কাঙ্খিত কাজটি করিয়ে নিতে পারেন।
বর্তমানে UpWork মার্কেটপ্লেসে প্রজেক্ট ক্যাটালগে যেই কাজ গুলোর সবচেয়ে বেশি ডিমান্ড তার একটি লিস্ট নিতে তুলে ধরা হলো। –
► Content Marketing Services
► Survey Services
► Landscape Design Services
► Photoshop Services
► Mobile App Development Services
►► আরো পড়ুনঃ গ্রাফিক্স ডিজাইন কিভাবে শিখবেন?
► WordPress Development Services
► Ecommerce Services
► Influencer Marketing Services
► Public Relations Services
► QA Services
► Podcast Marketing Services
► Resume Writing Services
► SEO Services
► Translation Services
► Transcription Services
► Virtual Assistant Services
► Architecture/Interior Design Services
► Branding Services
► Social Media Management Services
► Video Editing Services
► Lead Generation Services
► Email Marketing Services
► Web Design Services
► Proofreading Services
► Business Consulting Services
► Logo Design Services
►► আরো পড়ুনঃ ওয়েব ডিজাইন নাকি গ্রাফিক্স ডিজাইন?
► Data Entry Services
► Building Information Modeling Services
► Podcast Editing Services
► Wellness Services
► HR Consulting Services
► Video Marketing Services
শেষ কথাঃ
প্রিয় পাঠক, যারা আপওয়ার্কে কাজ শুরু করতে চান, তারা নিশ্চই এই আর্টিকেল থেকে জানতে পেরেছেন UpWork এ কি কি কাজ পাওয়া যায়। আপওয়ার্ক ওয়েবসাইটে একাউন্ট খোলার পূর্বেই আপনার স্কিলকে ভালো করে ডেভেলপ করবেন অবশ্যই। তারপর আপওয়ার্কে একাউন্ড খুলবেন।
আপওয়ার্ক একাউন্ট এপ্রুভ করার পূর্ব শর্তই হলো ভালো স্কিল বা কাজের দক্ষতা। যা আপনাকে স্কিল টেষ্ট দিয়ে প্রমাণ করতে হবে। নাহয় আপনার একাউন্ট আপওয়ার্কে এপ্রুভ করাতে পারবেন না। যাইহোক, এই ছিল আজকের আপওয়ার্ক টিপস।
আশাকরি আপনারা এই আর্টিকেলটি থেকে আপওয়ার্কের কাজ সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেয়েছেন। আপনার যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে, তবে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। পরিশেষে সবার জীবনের উন্নতি কামনা করে আজ এখানেই শেষ করছি।
Add comment