শিক্ষার্থীদের ক্ষেত্রে অনেক সময় এমন হয় যে, হঠাৎ করে আর্থিক সমস্যার কারণে স্কুল, কলেজ বা মাদ্রাসায় ভর্তি হতে পারে না। এক্ষেত্রে অনেক শিক্ষার্থী পড়াশোনা ছেড়ে দেয়। অথচ, প্রতিষ্ঠান কর্তৃপক্ষের কাছে ভর্তি ফি মওকুফের জন্য আবেদন পত্র লিখে বিনা খরচে ভর্তি হওয়া যায়।
ভর্তি ফি মওকুফের জন্য দরখাস্ত বা আবেদন পত্র লেখা খুবই সহজ একটি ব্যাপার। আর্থিক সমস্যায় পড়াশোনা ছেড়ে না দিয়ে একটু কৌশল কাটিয়ে ভর্তি হয়ে যাওয়াই ভালো। কারণ, পড়াশোনা একদিন দারিদ্র বিমোচনে যথেষ্ট সহযোগিতা করবে।
- পড়ুন: ভর্তির টাকা কমানোর জন্য আবেদন পত্র (নমুনা কপি)
এই ব্লগে আজ আমরা শিক্ষার্থীদের সুবিধার্থে মাদ্রাসা, স্কুল -কলেজের ভর্তির ফিস মওকুফের জন্য আবেদন পত্র লেখার সঠিক ও সহজ নিয়ম উপস্থাপন করেছি, যা দারিদ্র শিক্ষার্থীদের সহযোগিতা করবে বলে মনে করি।
ভর্তি ফি মওকুফের জন্য আবেদন পত্র লেখার নমুনা
তারিখ: ১৮-১২-২০২৩ ইং
বরাবর,
অধ্যক্ষ
ছোবহানিয়া ফাজিল মাদ্রাসা, করিমগঞ্জ, কিশোরগঞ্জ।
বিষয়: ভর্তি ফি মওকুফের জন্য আবেদন পত্র।
মহোদয়,
যথাবিহীত সম্মানের সাথে নিবেদন এই যে, আমি আপনার মাদ্রাসায় গত ৬ বছর ধরে পড়াশোনা করছি। ইতোমধ্যেই আপনার মাদ্রাসা থেকে আলিম (এইচএসসি সমমান) পরীক্ষায় জিপিএ ৪.৭৩ পেয়ে উত্তীর্ণ হয়েছি। এখন আমি ফাজিল ১ম. বর্ষে ভর্তি হতে ইচ্ছুক। কিন্তু আমার বর্তমান পারিবারিক আর্থিক অবস্থা ভালো যাচ্ছে না। বাবার অসুস্থতায় সংসারের হাল ধরাই এখন চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
অতএব, আপনার নিকট আমার আকুল আবেদন এই যে, আমাকে আপনার মাদ্রাসায় ভর্তি ফি মওকুফের মাধ্যমে ফাজিল ১ম. বর্ষে ভর্তি করে পড়াশোনা চালিয়ে নেওয়ার সুযোগদানে আমাকে বাধিত করবেন।
নিবেদক-
নাম: মোহাম্মাদ বাইজিদ হাসান
পিতা: আব্দুস সাত্তার
শ্রেণি: ফাজিল ১ম. বর্ষ
মোবাইল: +88015******58