আবেদন পত্র

দরিদ্র তহবিল থেকে সাহায্যের আবেদন পত্র

দরিদ্র তহবিল থেকে সাহায্যের আবেদন পত্র লেখার নিয়ম
Written by IT Nirman

স্কুল -কলেজের পরীক্ষার প্রশ্নে অনেক সময় বলা হয়, দরিদ্র তহবিল থেকে সাহায্যের জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদন পত্র লেখ। অথবা শিক্ষার্থীর আর্থিক অসচ্চলতার দরুণ নিজের প্রয়োজনেই দরিদ্র তহবিল থেকে সাহায্যের আবেদন পত্র লেখার প্রয়োজন হতে পারে।

কিন্তু শিক্ষার্থীদের অনেকেই জানে না যে, কিভাবে দরিদ্র তহবিল থেকে আর্থিক সাহায্যের জন্য আবেদন পত্র বা দরখাস্ত লিখতে হয়।

আজ আমরা শিক্ষার্থীদের সুবিধার্থে এই ব্লগে দরিদ্র তহবিল থেকে সাহায্যের জন্য আবেদন পত্র লেখার সঠিক নিয়ম উপস্থাপন করেছি। যা শিক্ষার্থীদেরকে দরিদ্র তহবিল হতে সাহায্যের আবেদন পত্র লিখতে সহজ গাইড প্রদান করবে।

দরিদ্র তহবিল থেকে সাহায্যের আবেদন পত্র লেখার নিয়ম

তারিখ: ১০ ডিসেম্বর ২০২৩ ইং

বরাবর,
প্রধান শিক্ষক,
আজিমুন্নেছা উচ্চ বিদ্যালয়, মালিবাগ, ঢাকা।

বিষয়: দরিদ্র তহবিল থেকে সাহায্যের আবেদন পত্র

জনাব,
যথাবিহীত সম্মানের সাথে নিবেদন এই যে, আমি আপনার স্কুলের ৮ম. শ্রেণির একজন নিয়মিত ছাত্রী। আমার বাবা একজন দিনমজুর। তার উপার্জনের অর্থ দিয়েই আমাদের সংসার ও আমার পড়াশোনার খরচ চলে। কিন্তু বাবার দীর্ঘ অসুস্থতায় কারণে তেমন কাজ করতে পারে না, ফলে আয় কমে গেছে। অন্যদিকে আমার শ্রেণি শিক্ষকেরা সকল শিক্ষার্থীকেই স্কুল ড্রেস ও পড়াশোনার আরও কিছু প্রয়োজনীয় জিনিসপত্র যোগারের কথা বলছে। এহেন পরিস্থিতিতে আমার বাবার পক্ষে এতগুলো জিনিস যোগার করে দেওয়া প্রায় অসম্ভব।

অতএব, আপনার নিকট আমার একান্ত আবেদন এই যে, আপনার স্কুলের দরিদ্র তহবিল থেকে আমার স্কুলের ড্রেস ও পড়াশোনার জন্য যাবতীয় সামগ্রী প্রদান করে পড়াশোনার যাত্রা চালিয়ে নেওয়ার সুযোগ করে দিয়ে আমাকে বাধিত করবেন।

নিবেদক-
নাম: মোছা. ফাতেমা জাহান নিশু
পিতা: মো. আলি হাসান বাবুল
শ্রেণি: অষ্টম
রোল: ০৩

About the author

IT Nirman

যত জ্ঞান-ধন করেছি অর্জন জীবনের প্রয়োজনে,
তার সবটুকুই বিলাতে চাই সৃষ্টির কল্যাণে।

Leave a Comment