সেরা পোস্টার ডিজাইন সফটওয়্যার (পিসি ও মোবাইলের জন্য)

সেরা পোস্টার ডিজাইন সফটওয়্যার (পিসি ও মোবাইলের জন্য)

বিভিন্ন অনুষ্ঠান বা সোশ্যাল মিডিয়ায় প্রচারের জন্য বিভিন্ন ধরণের দৃষ্টিনান্দন পোস্টার ডিজাইন করা হয়। কৌতুহলী হয়ে অনেকেই জানতে চান মোবাইল বা কম্পিউটারের জন্য সেরা পোস্টার ডিজাইন সফটওয়্যারের নাম কি এবং কোথায় থেকে তা পাওয়া যাবে।

বাজারে বিভিন্ন নামে পোস্টার তৈরির সফটওয়্যার পাওয়া যায়, যার মধ্যে কিছু সফটওয়্যার প্রিমিয়াম এবং কিছু সফটওয়্যার বিনামূল্যেই ব্যবহার করা যায়। প্রিমিয়াম ভার্সনের সফটওয়্যার গুলো সাধারণত ফ্রি সফটওয়্যারের তুলনায় বেশি ফিচার সমৃদ্ধ হয়।

তবে আজ আমরা পোস্টার বানানোর জন্য যে সফটওয়্যার গুলোর নাম এই ব্লগে উল্লেখ করেছি, তার প্রত্যেকটি সফটওয়্যারের মাধ্যমেই আপনি যে কোনো ধরণের পোস্টার ডিজাইন করে নিতে পারবেন।

আরও পড়ুনঃ গ্রাফিক্স ডিজাইন কি এবং কত প্রকার?

মোবাইল ভার্সনের অ্যাপ বা কম্পিউটার ভার্সনের সফটওয়্যার গুলো দিয়ে যে ধরণের পোস্টার ডিজাইন করতে পারবেন তা হলোঃ –

  • ঈদের শুভেচ্ছা পোস্টার ডিজাইন
  • ২১ শে ফেব্রুয়ারি পোস্টার ডিজাইন
  • মাহফিলের পোস্টার ডিজাইন
  • নির্বাচনী পোস্টার ডিজাইন
  • বিজয় দিবসের পোস্টার ডিজাইন
  • ইংরেজি নববর্ষের শুভেচ্ছা পোস্টার
  • রাজনৈতিক পোস্টার ডিজাইন
  • ফুটবল টুর্নামেন্ট পোস্টার ডিজাইন
  • স্বাধীনতা দিবসের পোস্টার ডিজাইন
  • শোক দিবসের পোস্টার ডিজাইন ইত্যাদি।

এগুলো ছাড়াও যে কোনো ধরণের ভর্তি পোস্টার ডিজাইন, ইসলামিক পোস্টার ডিজাইন করতে পারবেন।

আপনি যদি কোন একটি পোস্টার ডিজাইন সফটওয়্যার শিখে যেতে পারেন, তবে অনায়াসেই যে কোন কাজের জন্যই পোস্টার ডিজাইন তৈরি করে নিতে পারবেন।

আরও পড়ুনঃ সেরা ৫ গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার

কম্পিউটারের জন্য পোস্টার ডিজাইন সফটওয়্যার

কম্পিউটারের জন্য সেরা ১০ টি পোস্টার ডিজাইন সফটওয়্যারের নাম নিম্নে দেওয়া হলো:

  1. Adobe Photoshop
  2. Canva
  3. Adobe Illustrator
  4. CorelDRAW
  5. Affinity Designer
  6. Inkscape
  7. PosterMyWall
  8. Piktochart
  9. Fotor
  10. GIMP (GNU Image Manipulation Program)

এই সফটওয়্যার গুলো কম্পিউটারের জন্য অত্যন্ত সুবিধাসম্পন্ন পোস্টার ডিজাইন সফটওয়্যার হিসাবে বিখ্যাত। এগুলো বিশ্বের লক্ষ লক্ষ ডিজাইনারের পছন্দ অনুযায়ী সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠেছে।

আরও পড়ুনঃ নতুনদের জন্য সেরা ১০ গ্রাফিক্স ডিজাইন টিপস

আপনি এই সফটওয়্যারগুলোর মধ্যে যেকোনটি বেছে নিতে পারেন এবং আপনার পছন্দ অনুযায়ী ক্রিয়েটিভ পোস্টার ডিজাইন করতে পারেন।

মোবাইলের জন্য পোস্টার তৈরির সফটওয়্যার

মোবাইল দিয়ে পোস্টার বানানোর জন্য সেরা ১০ টি পোস্টার ডিজাইন অ্যাপের নাম নিম্নে দেওয়া হলো:

  1. পোস্টার মাস্টার (Poster Master)
  2. ক্রিএটিভ পোস্টার (Creative Poster)
  3. পিকচার পোস্টার (Picture Poster)
  4. এসেন্টিয়াল পোস্টার (Essential Poster)
  5. স্মার্ট পোস্টার (Smart Poster)
  6. ফটো এডিটর (Photo Editor)
  7. আর্টিস্টিক পোস্টার (Artistic Poster)
  8. কালারফুল পোস্টার (Colorful Poster)
  9. ডিজাইন পোস্টার (Design Poster)
  10. ক্রিয়েটিভ ডিজাইন (Creative Design)

আরও পড়ুনঃ বইয়ের প্রচ্ছদ ডিজাইন করার নিয়ম (A-Z বিস্তারিত)

মোবাইল দিয়ে পোস্টার বানানোর জন্য উপরোক্ত অ্যাপগুলো ব্যবহার করতে পারেন। এই অ্যাপ গুলো দিয়ে আপনি পোস্টার ডিজাইন ছাড়াও গ্রাফিক্স ডিজাইনের আরও বিভিন্ন কাজ করতে পারবেন।

এগুলো মোবাইল আপ্লিকেশন, যা মোবাইলের মাধ্যমে পোস্টার ডিজাইন করার সুযোগ প্রদান করে।

আপনি আপনার পছন্দসই যে কোন অ্যাপটি চয়ন করতে পারেন এবং সেই অ্যাপ ব্যবহার করে আপনার কাঙ্খিত পোস্টার ডিজাইন করতে পারেন।

শেষ কথাঃ

প্রিয় পাঠক, আমরা চেষ্টা করেছি মোবাইল এবং কম্পিউটার উভয় ডিভাইসের জন্যই সবচেয়ে ভালো পোস্টার ডিজাইন সফটওয়্যার গুলো আপনাদের সামনে উপস্থাপন করতে।

উপরোক্ত সফটওয়্যার গুলো ব্যবহারের দিক দিয়ে অনেক জনপ্রিয়তা পেয়েছে। তাছাড়া, সফটওয়্যার গুলো অনেক ভালো ভালো ফিচারও অফার করছে।

আপনি যদি কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহারকারী হয়ে থাকেন, তবে ‘কম্পিউটারের জন্য পোস্টার ডিজাইন সফটওয়্যার’ লিস্ট থেকে সফটওয়্যার সিলেক্ট করবেন।

আর যদি মোবাইল অথবা ট্যাব দিয়ে পোস্টার ডিজাইন করতে চান তবে ‘মোবাইলের জন্য পোস্টার তৈরির সফটওয়্যার’ লিস্ট থেকে অ্যাপ সিলেক্ট করবেন।

IT Nirman

যত জ্ঞান-ধন করেছি অর্জন জীবনের প্রয়োজনে,
তার সবটুকুই বিলাতে চাই সৃষ্টির কল্যাণে।

Add comment

Your Header Sidebar area is currently empty. Hurry up and add some widgets.