বইয়ের প্রচ্ছদ ডিজাইন করার নিয়ম (A-Z বিস্তারিত)

ম্যাগাজিন ও বইয়ের প্রচ্ছদ ডিজাইন করার নিয়ম

যারা সাহিত্যের সাথে সম্পৃক্ত তাদের প্রায় সময়ই বই প্রকাশ করার প্রয়োজন হয়। বই প্রকাশের ক্ষেত্রে এইটি বইয়ের প্রচ্ছদ ডিজাইন কতটা গুরুত্বপূর্ণ তা কম-বেশি সকলেই জানেন।

পাঠকেরা প্রথমেই বইয়ের প্রচ্ছদের ছবির দিকে দৃষ্টি দেয়। সাধারণ ভাবে যেই বইগুলোর প্রচ্ছদ দেখতে সুন্দর ও আকর্ষণীয় হয়, তা পাঠকদের দৃষ্টিকে সহজেই কেড়ে নেয়।

বাংলাদেশের জাতীয় বই মেলায় প্রতি বছর বিভিন্ন ডিজাইনের প্রচ্ছদে হাজার হাজার নতুন বই প্রকাশ হয়। যেগুলোর মধ্যে রয়েছে ইতিহাস, কবিতা, গল্প, উপন্যাস ও স্কিল ডেভেলপমেন্ট ইত্যাদির উপর বিভিন্ন ক্যাটাগারির বই।

আপনি যে কোনো ক্যাটাগরির উপর বই লিখেন না কেন, বইয়ের প্রচ্ছদ অবশ্যই আকর্ষণীয় হওয়া জরুরি। আজ আমি আপনাদেরকে বইয়ের প্রচ্ছদ তৈরির নিয়ম দেখিয়ে দেবো।

বইয়ের প্রচ্ছদ ডিজাইন করার আগে

বইয়ের কভার প্রচ্ছদ তৈরিতে বেশ কিছু বিষয়ের উপর গভীর ভাবে লক্ষ্য রাখা জরুরি। অনেক ক্ষেত্রে আবশ্যকও বটে।

যেমন ধরুন, উপন্যাসের প্রচ্ছদ, কবিতার বইয়ের প্রচ্ছদ, ম্যাগাজিন প্রচ্ছদ ও গল্পের বইয়ের প্রচ্ছদ গুলোর ডিজাইন সাধারণত এক রাখা যাবে না।

আবার বইয়ের ভেতরের মূল কন্টেন্টের উপর ভিত্তি করেই বইয়ের প্রচ্ছদ ডিজাইন করা আবশ্যক। কারণ, বইয়ের কন্টেন্ট ভালো না করে শুধু প্রচ্ছদ ডিজাইনের দিকে দৃষ্টি দেওয়া কখনই উচিত নয়।

বইয়ের প্রচ্ছদ তৈরির ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রচ্ছদের মাপ বা সাইজ। এটি মূলত বইয়ের কাগজ ও পৃষ্ঠার উপর ভিত্তি করে নির্ণয় করতে হয়।

তবে যে কোনো ধরণের স্ট্যান্ডাড বইয়ের Height হলো 22 সেন্টিমিটার। আর Width এর বিষয়টা বইয়ের কাগজ ও পৃষ্ঠার উপর নির্ভর করবে।

যাইহোক, চলুন জেনে নিই বইয়ের প্রচ্ছদ চিত্র কিভাবে তৈরি করতে হয় তার বিস্তারিত বিষয়াদি সম্পর্কে।

বইয়ের প্রচ্ছদ তৈরির নিয়ম

বইয়ের কভার প্রচ্ছদ তৈরির জন্য বিভিন্ন ধরণের সফটওয়্যার ব্যবহার করা হয়। তারমধ্যে জনপ্রিয় দুটি সফটওয়্যার হলো অ্যাডোবি ফটোশপ ও অ্যাডোবি ইলাস্ট্রেটর।

আজ আমি অ্যাডোবি ফটোশপ সফটওয়্যার দিয়ে বইয়ের কভার প্রচ্ছদ ডিজাইনটি তৈরি করবো। আপনি যে কোনো সফটওয়্যার ব্যবহার করতে পারেন, এতে সমস্যা নেই। মনোযোগ দিয়ে শুধু নিয়মটা ফলো করুন।

বইটির বিস্তারিত বর্ণনাঃ

বইয়ের নামঃ 28 Days Later
লেখকের নামঃ James
বইয়ের পৃষ্ঠা সংখ্যাঃ ৩০
কভারের দৈর্ঘ্য (Height): ২২ সেন্টিমিটার।
কভারের প্রস্থ (Width): ৪৭ সেন্টিমিটার।

স্টেপ ০১ – প্রথমে আপনার কম্পিউটারর থেকে Photoshop সফটওয়্যারটি ওপেন করুন। ফটোশপের যে কোনো ভার্সন হলেই হবে। তবে লেটেস্ট ভার্সনে বেশি সুবিধা পাবেন।

বইয়ের প্রচ্ছদ তৈরির নিয়মফটোশপ ওপেন হওয়ার পর উপরের মেনুবার থেকে File এ যান, তারপর Add New বাটনে ক্লিক করুন। তাহলেই একটি New Document পেজ ওপেন হবে।

Untitled-1 এর স্থানে ডকুমেন্টির একটি নাম দিন। আমরা Book Cover Design লিখে দিয়েছি। তারপর বইটির কভারের দৈর্ঘ্য (Height) ২২ সেন্টিমিটার এবং কভারের প্রস্থ (Width) ৪৭ সেন্টিমিটার দিয়েছি।

অতঃপর Resolution অবশ্যই ৩০০ পিক্সেল রাখবেন এবং Color Mode থেকে CMYK Color সিলেক্ট করে দিন।

উল্লেখ্য, আপনার কভার প্রচ্ছদটি যদি ছাপানোর উদ্দেশ্যে ডিজাইন করেন, তবে Color Mode অবশ্যই CMYK Color হবে। আর যদি সোশ্যাল মিডিয়া বা ওয়েবে প্রকাশের উদ্দেশ্যে ডিজাইন করেন তবে RGB Color সিলেক্ট করবেন।

কভার প্রচ্ছদটিতে যদি ব্লিড দেওয়ার প্রয়োজন হয়, তবে Advanced Optoin থেকে ৩-৪ পিক্সেল বা এক সেন্টিমিটার এর মত চারপাশে ব্লিড দিয়ে দেবেন।

সবশেষে Create বাটনে ক্লিক করবেন। তাহলেই একটি নতুন ডকুমেন্ট ওপেন হয়ে যাবে। আমরা এখন এই ডকুমেন্টটিতেই কাজ করবো।

স্টেপ ০২ – নতুন ডকুমেন্ট পেজটি ওপেন হওয়ার পর এই পেজেটিকে ৫ টি ভাগে ভাগ করতে হবে। আমরা যেটিতে পার্ট হিসেবে ধরতে পারি। নিচের ছবিটি ফলো করুন।

বইয়ের প্রচ্ছদ ডিজাইন করার নিয়মউপরের ছবিটিকে মোট ৫ টি পার্টে ভাগ করা হয়েছে। ছবির ডানপাশ থেকে গগনা করলে -প্রথম পার্টটি বাইন্ডিং এর জন্য, দ্বিতীয় পার্টটি প্রথম কভার, তৃতীয় পার্টটি বইয়ের মধ্যমাংশ, চতুর্থ পার্টটি বইয়ের পেছনের কভার এবং পঞ্চম পার্টটি বাইন্ডিং এর জন্য।

  • প্রথম ও পঞ্চম পার্ট ৯ সেন্টিমিটার করে মোট ১৮ সেন্টিমিটার।
  • প্রথম কভার ও পেছনের কভার ৪ সেন্টিমিটার করে মোট ২৮ সেন্টিমিটার।
  • কভারের মধ্যমাংশ ৩০ পৃষ্টার জন্য ২ সেন্টিমিটার।

পুরো হিসেবটা হলো ৮ + ২৮ + ২ = ৪৮ সেন্টিমিটার। এখানে এক সেন্টিমিটার বেশি দেখাচ্ছে, এটিকে আমরা প্রচ্ছদের প্রথম ও পঞ্চম পার্ট তথা বাইন্ডিং এর স্থানে কম-বেশি করে নিয়েছি।

বইয়ের প্রচ্ছদ ডিজাইন করার ক্ষেত্রে সবসময় মনে রাখবেন, প্রচ্ছদের প্রথম কভার, মধ্যমাংশ এবং পেছনের কভার সঠিক মাপে রাখার জন্য।

আর বাইন্ডিং এর জন্য কভারের যে প্রথম ও পঞ্চম পার্ট থাকে, এগুলোর সাইজে সামান্য কম-বেশি হলেও কোনো সমস্যা নেই।

ভিডিও দেখে বইয়ের প্রচ্ছদ তৈরি শিখুন

কভার প্রচ্ছদ ডিজাইন করার পর উক্ত প্রচ্ছদে মকআপ সেটআপ করা হয়। উপরের ভিডিওতে প্রচ্ছদ ডিজাইনের পাশাপাশি মকআপ সেটআপ করার নিয়মও দেখানো হয়েছে।

আপনি যদি আর্টিকেলটি পড়ার পাশাপাশি উপরোক্ত ভিডিও টিউটোরিয়ালটি মনোযোগ সহকারে দেখে থাকেন, তবে নিশ্চই যে কোনো ধরণের বইয়ের জন্য প্রচ্ছদ আঁকা বা ডিজাইন করতে পারবেন।

আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কাজ করেন তবে বইয়ের প্রচ্ছদ চিত্র গুলো তৈরির আগে লেখকের রুচি সম্পর্কে অবগত হওয়ার চেষ্টা করবেন।

আর যদি নিজেই নিজের বই এর প্রচ্ছদ তৈরি করেন, তবে অবশ্যই চেষ্টা করবেন একটু বেশি সময় নিয়ে কভার প্রচ্ছদটি ডিজাইন করা জন্যে। তাহলে আশাকরি মানসম্মত একটি ডিজাইন নিজেই করতে পারবেন।

গুরুত্বপূর্ণ কিছু কথাঃ

প্রিয় পাঠক, বইয়ের প্রচ্ছদ ডিজাইন করা খুব বেশি কঠিন নয়। একটু চেষ্টা করলেই যে কোনো বইয়ের জন্য চমৎকার কভার ডিজাইন করা সম্ভব। তাছাড়া, বাংলা বইয়ের প্রচ্ছদ গুলো বিদেশি বইয়ের প্রচ্ছদের তুলনায় অনেক সহজ।

তবে সম্পূর্ণ কাস্টম ডিজাইনে প্রচ্ছদ তৈরি করা একটু কঠিন। বিশেষ করে যেই প্রচ্ছদ গুলোতে টাইপোগ্রাফি বা ক্যালিগ্রাফি ফন্ট ব্যবহার করা হয়। এক্ষেত্রে প্রচ্ছদ শিল্পীদের শরণাপন্ন হতে পারেন।

যাইহোক, আশাকরি এই আর্টিকেল থেকে বইয়ের প্রচ্ছদ তৈরির নিয়ম আপনারা জানতে পেরেছেন। এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তবে অবশ্যই কমেন্ট করুন। ধন্যবাদ।

IT Nirman

যত জ্ঞান-ধন করেছি অর্জন জীবনের প্রয়োজনে,
তার সবটুকুই বিলাতে চাই সৃষ্টির কল্যাণে।

2 comments

  • আসসালামু আলাইকুম ভাই। একটা বিষয়ে জানার ছিলো যে বইয়ের পুরুত্ব এর সাইজটা কিভাবে নির্ণয় করবো?

    • ওয়া আলাইকুম সালাম। প্রিয় পাঠক, বইয়ে কোন ধরণের কাগজ বা কোন কোয়ালিটির কাগজ ব্যবহার করা হবে তার উপর বিষয়টা নির্ভর করবে। বইয়ের পৃষ্ঠা সংখ্যা ও কাগজের ধরণ অনুযায়ী বইয়ের পুরুত্ব এর সাইজটা নির্ধারণ করবেন। ধন্যবাদ

It Nirman -Google News

Your Header Sidebar area is currently empty. Hurry up and add some widgets.