“গ্রাফিক্স ডিজাইন কিভাবে শিখব” এই প্রশ্নটি প্রায় মানুষই করেন। আবার অনেকেই জানতে চান ফ্রিল্যান্সিং এ গ্রাফিক্স ডিজাইন এর চাহিদা কেমন। এই প্রশ্ন গুলো ছাড়াও আরো বিভিন্ন প্রশ্ন করে থাকেন। বেশকিছু প্রশ্নের উত্তর নিয়েই এই আর্টিকেলটি তৈরি করা হয়েছে।
মার্কেটিং করার ক্ষেত্রে Graphics Design এর ব্যবহার আবশ্যক বলা যায়। ট্রেডিশনাল মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং যাই বলেন না কেন, গ্রাফিক্স ডিজাইন প্রায় সব ধরণের মার্কেটিং এর জন্য খুবই জরুরি।
অনলাইন এবং অফলাইনে চাহিদা সম্পন্ন একটি কম্পিউটার নির্ভর কাজের নাম গ্রাফিক্স ডিজাইন। এই কাজটি শিখে আপনি নিজ ঘরে বসেই ফ্রিল্যান্সিং এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের কোম্পানি/প্রতিষ্ঠান/ব্যক্তির সাথে কাজ করতে পারবেন।
পোস্টার, ব্যানার, বিলবোর্ড, সোশ্যাল মিডিয়া ও টিভি শোতে যেই ধরণের 2D, 3D ছবি বা অ্যানিমেশনের কাজ আমরা দেখে থাকি, এসবই Graphics Design এর অন্তর্ভূক্ত।
তবে মনে রাখতে হবে, গ্রাফিক্স ডিজাইন এর মধ্যে প্রকারভেদ রয়েছে। আজ আমরা যেই ধরণের গ্রাফিক্স ডিজাইনের কথা বলব, তা মূলত স্টিল ইমেজ গ্রাফিক্স।
গ্রাফিক্স ডিজাইন কিভাবে শিখব?
আমি গ্রাফিক্স নিয়ে কাজ করি ২০১৫ সাল থেকেই। শুরুর দিকটা যদিও তেমন ঝাঁকজমকপূর্ণ ছিল না, তবে সময়ের আবর্তনে এবং চেষ্টা ও সাধনার মধ্য দিয়ে গ্রাফিক্স ডিজাইন শিখতে পেরেছি।
আমি সাধারণত ৩ মাসব্যাপী একটি কোর্স এর মাধ্যমে Graphics Design এর বেসিক কনসেপ্ট থেকে শুরু করে সফটওয়্যারের প্রাথমিক ব্যবহার শিখেছিলাম।
এটি অনেক পুরোনো কথা। আমি যেই সফটওয়্যার গুলো শিখেছিলাম তারমধ্যে উল্লেখযোগ্য দুটি সফটওয়্যার হলো Adobe Photoshop এবং Adobe Illustrator.
এর দুটি সফটওয়্যার ব্যবহার করেই আমার গ্রাফিক্স ডিজাইন ক্যারিয়ারের সূচনা।
তবে এর আগে আমিও ভাবতাম কিভাবে গ্রাফিক্স ডিজাইন শিখব?
আমার অভিজ্ঞতায় আমি অনেক স্টুডেন্টকে সরাসরি এবং ভার্চুয়াল ভাবেও গ্রাফিক্স ডিজাইনের উপর প্রশিক্ষণ দিয়েছি।
ইভেন এখনো দেই।
প্রায় ৮ বছরের Graphics Design এক্সপেরিয়েন্স থেকে ”গ্রাফিক্স ডিজাইন কিভাবে শিখবো” তার বেশকিছু উত্তর খুঁজে বের করেছি।
নিচে সেগুলোই তুলে ধরা হলো।
গ্রাফিক্স ডিজাইন শেখার যত পদ্ধতি
বর্তমানে Graphics Design শেখার জন্য বিভিন্ন পদ্ধতি রয়েছে।
সময়োপযোগী এবং জনপ্রিয় কিছু পদ্ধতির বর্ণনা আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে দেওয়া হলো।
(১) প্রশিক্ষণ কেন্দ্র থেকে গ্রাফিক্স ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন শেখার খুবই জনপ্রিয় একটি মাধ্যম হলো সরাসরি কোন প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে প্রশিক্ষণ নেওয়া।
আমিও সাধারণত এভাবেই Graphics Design শিখেছি।
এক্ষেত্রে আপনি যখন কোন প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে গ্রাফিক্স ডিজাইন শিখতে যাবেন তখন শুধুমাত্র আপনাকে একা একা গ্রাফিক্স শেখানো হবে না।
আপনার সাথে আরো অনেক স্টুডেন্টকে গ্রাফিক্স ডিজাইন শিখতে দেখবেন।
একসাথে অনেক স্টুডেন্ট থাকলে প্রশিক্ষকের শেখানোর গুরুত্ব অনেক বেশী থাকলেও স্টুডেন্ট হিসেবে গ্রহণ করার গুরুত্ব কমে যায়।
অর্থাৎ, আপনি যদি এমন কোন প্রশিক্ষণ কেন্দ্রে যান, যেখানে গ্রাফিক্স ডিজাইন শেখার জন্য ২০০ স্টুডেন্ট রয়েছে।
এমন একটি পরিস্থিতিকে আপনি খুব ভালো কাজ শিখতে পারবেন না। যদিওবা প্রশিক্ষকগণ খুব ভালো শেখাচ্ছে।
প্রশিক্ষণ কেন্দ্র থেকে সরাসরি ভাবে গ্রাফিক্স ডিজাইন শিখলে একটি উপকার আছে। তা হলো কাজ শেখার শেষে একটি সার্টিফিকেট প্রদান করে।
যদিওবা এটি গ্রাফিক্স ডিজাইন ক্যারিয়ারে কোন কাজে লাগে না।
তবে কোন কোন ক্ষেত্রে প্রেসে বা দোকানে গ্রাফিক্স ডিজাইনার হিসেবে জয়েন করতে গেলে সার্টিফিকেট দেখিয়ে এক্সটা বেনিফিট পাবেন হয়ত।
প্রশিক্ষণ কেন্দ্র থেকে গ্রাফিক্স শেখার জন্য আপনাকে কোর্স ফি দিতে হবে।
কোর্স ফি টা সাধারণত ৫-২০ হাজারের আশে পাশে হয়। তবে প্রশিক্ষকের মান-মর্যাদা অনুযায়ী কোর্স ফি আরো বেশী হতে পারে।
আমি একজন সরকারি গ্রাফিক্স পেশাজীবির কাছ থেকে গ্রাফিক্স ডিজাইন শিখেছি। তিনি সরকারীভাবে জেলা পর্যায়ে ফ্রিতেই ট্রেনিং দেয়।
তবে আমি ফ্রি ট্রেনিং নেইনি। আমি আমার দুই বন্ধুকে নিয়ে ঐ স্যারের কাছে ব্যাক্তিগত ভাবে ৩ মাসের কোর্স করি।
তিনি যথেষ্ট সময় দিয়ে আমাদের গ্রাফিক্স ডিজাইন শিখিয়েছিলেন।
যারা জানতে চান গ্রাফিক্স ডিজাইন কিভাবে শিখবেন, তাদের বলব নিকটস্ত কোন প্রশিক্ষণ কেন্দ্র বা সরাসরি কোন শিক্ষকের শরাণাপন্ন হতে পারেন।
(২) ভিডিও কোর্স করে গ্রাফিক্স ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন ছাড়াও আমি ওয়েব ডিজাইন এবং এসইওর উপর কোর্স করেছি। তবে ওটা সরাসরি কোন প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে না।
ভিভিও টিউটোরিয়াল কোর্সের মাধ্যমে শিখেছি।
আমি ভিভিও টিউটোরিয়াল কোর্সগুলো করতে গিয়ে চমৎকার একটি অভিজ্ঞতা পেয়েছিলাম, তা হলো ভিভিও টিউটোরিয়াল কোর্সগুলো অত্যন্ত গুছালো ভাবে থাকে।
আমি বিভিন্ন মানুষের গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়াল কোর্সও দেখেছি, তারা কোর্সের টিউটোরিয়াল গুলো এমন ভাবে সাজায় যা নতুনদের জন্য খুবই এডভান্টেজ তৈরি করে।
এই ধরণের কোর্স গুলোর একটি সুবিধা হলো নিজ ঘরে বসেই কোর্স কমপ্লিট করা যায়।
আবার বাজেট ফ্রেন্ডলিও বলা যায়।
গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়াল কোর্স গুলো সাধারণত ৩-৪ হাজারের মধ্যে পাওয়া যায়। তবে প্রশিক্ষক ভেদে কোর্স ফি কম -বেশী হতে পারে।
এভাবে গ্রাফিক্স ডিজাইন শিখতে কতদিন লাগবে তার নির্দিষ্ট কোন সময় বলা যাবে না।
এটা যেহেতু ভিডিও টিউটোরিয়াল কোর্স, আপনি যতবেশী সময় দেবেন তত দ্রুতই কোর্স কমপ্লিট করতে পারবেন।
(৩) লাইভ ক্লাসে গ্রাফিক্স ডিজাইন
করোনা মহামারির পর থেকে লাইভ কোর্স গুলো বেশ জনপ্রিয়তা পেয়েছে।
লাইভ কোর্স বলতে ভার্চুয়াল ভাবে কোন প্রশিক্ষকের কাছ থেকে ফেস টু ফেস প্রশিক্ষণ নেওয়া।
অনেকেই হয়ত Zoom লাইভ ক্লাসের কথা শুনেছেন, এটার কথাই বলছি।
Zoom ছাড়াও ভার্চুয়াল প্রশিক্ষেণের জন্য আরো অনেক সফটওয়্যার রয়েছে। ওদিকে যেতে চাই না।
আপনি চাইলে ইন্টারনেটের সাহায্যে নিজ ঘরে বসেই পৃথীবির যে কোন প্রান্তের প্রশিক্ষক থেকে প্রশিক্ষণ নিতে পারবেন ভার্চুয়াল লাইভ ক্লাসের মাধ্যমে।
এই ধরণের কোর্স গুলো অনেক সহজ হয়ে থাকে। প্রশিক্ষককে যে কোন বিষয়ে ডিজ্ঞাসা করার সুযোগ থাকে।
এই ধরণের কোর্স করে গ্রাফিক্স ডিজাইন শেখার জন্য অবশ্যই কোর্স ফি দিতে হয়।
সাধারণত লাইভ কোর্সের ফি ২ হাজার টাকা থেকে শুরু হয়।
(৪) ইউটিউব ভিডিও দেখে গ্রাফিক্স ডিজাইন
Graphics Design শেখার জন্য বর্তমানের সবচেয়ে সহজ ও জনপ্রিয় মাধ্যম হলো YouTube.
আপনি যদি সম্পূর্ণ বিনামূল্যেই গ্রাফিক্স ডিজাইন শিখতে চান হবে আপনার উচিত ইউটিউবে Graphics Design এর উপর টিউটোরিয়াল গুলো দেখা।
ইউটিউব ভিডিও দেখে গ্রাফিক্স ডিজাইন শেখা সম্ভব।
তবে ইউটিউবের একটি মন্দ দিক হলো সেখানে আপনি কোন বিষয়ের ধারাবাহিক বিস্তারিত আলোচনা পাবেন না।
তবে আপনি যদি ধৈর্যের সাথে সময় দিয়ে ইউটিউব থেকে Graphics Design এর ভিডিওগুলো একত্র করতে পারেন, তবে খুব সহজেই গ্রাফিক্স ডিজাইন শিখতে পারবেন।
এক্ষত্রে আমার পরামর্শ হলো ইউটিউব থেকে যাদের ভিডিওগুলো ভালো লাগবে, তাদের চ্যানেল গুলো সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই।
তাহলে তাদের ভিডিও গুলোই আপনার সামনে সবসময় চলে আসবে।
YouTube ভিডিও দেখে গ্রাফিক্স ডিজাইন শিখতে চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।
(৫) বই থেকে গ্রাফিক্স ডিজাইন
বই থেকে গ্রাফিক্স ডিজাইন শেখার বিষয়টা অনেক পুরোনো একটি পদ্ধতি।
তবে এখনো এর গুরুত্ব অপরসীম।
বই পড়ে গ্রাফিক্স ডিজাইন শেখা আর বিভিন্ন ওয়েবসাইটের আর্টিকেল পড়ে গ্রাফিক্স ডিজাইন শেখা প্রায় একই।
গ্রাফিক্স ডিজাইন শেখার জন্য বিভিন্ন ধরণের ফিজিক্যাল বই এবং ভার্চুয়াল বই পাওয়া যায়।
ফিজিক্যাল বই গুলো টাকা দিয়ে ক্রয় করতে হয়, আর ভার্চুয়াল বই অর্থাৎ pdf বই গুলো সাধারণত ফ্রিতেই পাওয়া যায়।
আপনি যেভাবেই শিখেন না কেন, প্রত্যেকটি পদ্ধতিতেই ইউনিক কিছু গ্রাফিক্স ডিজাইন টিপস পাবেন। যা শুধুমাত্র একটি পদ্ধতি অনুসরণ করে পাবেন না।
চলুন এবার কথা বলি এত কষ্ট করে যে গ্রাফিক্স ডিজাইন শিখছেন বা শিখবেন তার ভবিষ্যত কেমন।
গ্রাফিক্স ডিজাইন এর ভবিষ্যত
শুরুতেই বলেছি Graphics Design এমন একটি কাজ যার চাহিদা অনলাইন এবং অফলাইন উভয় জায়গায় রয়েছে।
পৃথীবির এমন কোন দেশ হয়ত পাওয়া যাবে না যেদেশে গ্রাফিক্স ডিজাইনের কাজ হয় না।
আমি গ্রাফিক্স ডিজাইনের উপর বিভিন্ন দেশের মানুষের সাথে কাজ করেছি। পেশা হিসেবে এখনও করছি।
ফিজিক্যালি আমি কোন প্রেসে বা দোকানে কাজ করিনি। তবে আমার এক বন্ধু গ্রাফিক্স ডিজাইনের উপর প্রেসে কাজ করে।
মাঝে মাঝে তার দোকানে যাওয়া হয়, গ্রাফিক্সের উপর মানুষের এতবেশী চাহিদা, আপনি যদি স্বশরীরে কোন প্রেসে যান তবে ব্যাপারটা বুঝতে পারবেন।
ফ্রিল্যান্সিং এ গ্রাফিক্স ডিজাইন
ফ্রিল্যান্সিং মানেই একটি ভার্চুয়াল জগত।
যেটার মাধ্যমে আপনি নিজ ঘরে বসে আয় করতে পারবেন।
চাহিদার দিক দিয়ে ফ্রিল্যান্সিংয়ে গ্রাফিক্স ডিজাইনকে নাম্বার ওয়ান বলা যায়।
ইন্টারনেটে যত ইন্টারন্যাশানাল ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস আছে আপনি যদি একটু ঘাটাঘাটি করেন, তবে বুঝতে পারবেন গ্রাফিক্স ডিজাইনের চাহিদা কেমন!
সুতরাং, গ্রাফিক্স ডিজাইন এর ভবিষ্যত এতই সম্ভাবনাময় যা বলে বুঝানো যাবে না।
আমাদের শেষ কথাঃ
প্রিয় পাঠক, গ্রাফিক্স ডিজাইন কিভাবে শিখবেন তার উপর একটি গাইড দেওয়ার চেষ্টা করেছি।
গ্রাফিক্স ডিজাইন গাইডটি দিতে গিয়ে আমি আমার নিজস্ব এক্সপেরিয়েন্স গুলোই তুলে ধরেছি। যেন আপনাদের বুঝতে সুবিধা হয়।
উপরোল্লিখিত যেই পদ্ধতি গুলোর কথা বলেছি প্রত্যেকটা পদ্ধিতিই গ্রাফিক্স ডিজাইন শেখার জন্য সুইটেবল।
এর বাহিরে গিয়ে আসলে Graphics Design শেখার আর কোন পদ্ধতি নেই।
ঘুরে ফিরে এই পদ্ধতি গুলোই অনুসরণীয় এবং অনুকরণীয়।
যারা প্রশ্ন করতেন কিভাবে গ্রাফিক্স ডিজাইন শিখব? আশাকরি উত্তর পেয়েছেন।
এই বিষয়ে যদি আপনার আরো কোন প্রশ্ন থাকে তবে অবশ্যই কমেন্ট করুন। ধন্যবাদ।
Add comment