অনেক সময় এমন হয় যে, কোন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হবার সময় খাতা-পত্রে নামের বানান ভুল তোলা হয়। ফলে শিক্ষার্থী ভুল নামেই পরিচিতি পায়। এক্ষেত্রে নাম সংশোধনের জন্য আবেদন পত্র লেখার নিয়ম কি তার একটি নমুনা উপস্থাপন করা হলো –
তারিখ: ০২ মার্চ ২০২৩ ইং
বরাবর,
অধ্যক্ষ,
ছোবহানিয়া ফাজিল মাদ্রাসা, করিমগঞ্জ, কিশোরগঞ্জ।
বিয়ষ: নাম সংশোধনের জন্য আবেদন পত্র
মহোদয়,
যথাবিহীত সম্মানপ্রদর্শণ পূর্বক নিবেদন এই যে, আমি আপনার মাদ্রাসার আলিম ২য়. বর্ষের একজন নিয়মিত ছাত্র। আমার নাম মো. মোস্তাফিজ। কিন্তু আমি লক্ষ্য করেছি যে, মাদ্রাসার খাতা-পত্রে আমার নাম মো. মোস্তাকিম তোলা হয়েছে। ফলে মাদ্রাসার সবাই আমাকে ভুল নামে ডাকে।
অতএব, আপনার নিকট আমার আকুল আবেদন এই যে, আপনার মাদ্রাসার খাতা-পত্র থেকে আমার ভুল নামটি সংশোধন করে সঠিক নাম ব্যবহার করে আমাকে বাধিত করবেন।
নিবেদক –
নাম: মো. মোস্তাফিজ
পিতা: মো. সাব্বির আহমেদ
গ্রাম: হাতিমারা
থানা: করিমগঞ্জ
জেলা: কিশোরগঞ্জ
মোবাইল: +৮৮ ০১*******
Add comment