আবেদন পত্র

বিজ্ঞান বিভাগে পড়ার জন্য আবেদন পত্র লেখার নিয়ম

বিজ্ঞান বিভাগে পড়ার জন্য আবেদন পত্র লেখার নিয়ম
Written by IT Nirman

পড়াশোনার বিভাগ সিলেকশনে অনেক শিক্ষার্থীই ভুল করে। ফলে ভর্তি হাবার পর বিভাগ পরিবর্তনের প্রয়োজনীয়তা দেখা দেয়। ভুলবশতঃ মানবিক বিভাগে ভর্তি হলে বিজ্ঞান বিভাগে পড়ার জন্য আবেদন পত্র লিখতে হয়, আবার বিজ্ঞান বিভাগে ভুলবশতঃ ভর্তি হলে মানবিক বা অন্য কোন বিভাগে পড়ার জন্য দরখাস্ত লেখার প্রয়োজন হয়।

আজ আমরা এমনই একটি আবেদন পত্রের সাথে পরিচিতি হবো, কোন শিক্ষার্থী যদি ভুলবশতঃ বিভাগ সিলেকশন করে ফেলে, যা পরবর্তীতে পরিবর্তন করার প্রয়োজনীয়তা দেখা দেয়। এক্ষেত্রে কিভাবে আবেদন পত্রটি লিখতে হবে তার নমুনা নিচে তুলে ধরা হলো –

বিজ্ঞান বিভাগে পড়ার জন্য আবেদন পত্র লেখার নিয়ম

তারিখ: ০১/০৪/২০২৩ ইং
বরাবর,
প্রধান শিক্ষক,
কুতুব উদ্দিন সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, হাজীপুর।

বিয়ষ: বিজ্ঞান বিভাগে পড়ার জন্য আবেদন পত্র

জনাব,
যথাযথ সম্মানের সাথে নিবেদন এই যে, আমি আপনার স্কুলের নবম শ্রেণির (…) শাখার একজন নিয়মিত ছাত্র। আমি বড় হয়ে মেডিকেলে পড়াশোনা করে একজন আদর্শ ডাক্তার হতে চাই। আমি জেনেছি যে, মেডিকেলে পড়াশোনা করতে সাইন্স তথা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হতে হয়। কিন্তু অসচেতনার দরুণ আমি মানবিক বিভাগে ভর্তি হয়েছি। ফলে আমার স্বপ্নপূরণে এটি একটি বড় চ্যালেঞ্জ।

অতএব, আপনার নিকট আমার আকুল আবেদন এই যে, আমাকে আপনার স্কুলের নবম শ্রেণির মানবিক শাখা থেকে বিজ্ঞান শাখায় পরিবর্তন করে স্বপ্নপূরণের সহযোগিতায় আমাকে বাধিত করবেন।

নিবেদক –
নাম: রফিকুল ইসলাম মামুন
পিতা: আলতাব উদ্দিন
গ্রাম: হাজীপুর
থানা ও জেলা: জয়পুরহাট
মোবাইল: +৮৮ ০১*******

About the author

IT Nirman

যত জ্ঞান-ধন করেছি অর্জন জীবনের প্রয়োজনে,
তার সবটুকুই বিলাতে চাই সৃষ্টির কল্যাণে।

Leave a Comment