আবেদন পত্র

চাকরির আবেদন পত্র লেখার নিয়ম (নমুনা সহ)

সামাজিক জীবনে একটি চাকরি সবার জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাকরি পাবার একটি প্রচলিত নিয়ম হলো চাকরির জন্য আবেদন পত্র লেখা। কিভাবে চাকরির আবেদন পত্র লিখতে হয় তার নমুনা তুলে ধরা হলো

দীর্ঘ পড়াশোনার পর সকলেই একটি চাকরির উদ্দেশ্য নিয়ে বিভিন্ন সরকারি -বেসরকারি প্রতিষ্ঠানে আমাদের চাকরির আবেদন পত্র জমা দেই। এই আবেদন পত্রে আমাদের শিক্ষাগত যোগ্যাতা, পূর্ব অভিজ্ঞতা ও বিভিন্ন বিষয় উল্লেখ করতে হয়।

তবে আমাদের বেশীর ভাগ ভাই-বোনেরা বাংলা আবেদন পত্র লেখার সঠিক নিয়ম জানে না। এজন্য আমাদেরকে প্রায় সময় অন্যদের শরণাপন্ন হতে হয়। তবে একথা সত্য যে, অন্যদের হাতে লেখানো আবেদনপত্রে ভুল হওয়ার আশঙ্কা রয়েছে।

নিজের চাকরির আবেদনপত্রটি নিজেকেই লেখা উচিত। এতে করে আবেদনপত্র নির্ভুল রাখার পাশাপাশি মনের ভাব সহজেই ফুটিয়ে তোলা যায়। যা একটি আবেদনপত্রের জন্য খুবই জরুরি।

আমরা যেহেতু বাংলা ভাষাভাষী, তাই আমাদের অধিকাংশ চাকরির আবেদনপত্র বাংলা ভাষায় লিখতে হয়। সেই সুবাধে আজ আমিও আপনাদেরকে বাংলায় আবেদন পত্র লেখার নিয়ম বলব।

গত একটি পর্বে আমরা দরখাস্ত লেখার নিয়ম সম্পর্কে জেনেছি। আজ আমরা আবেদন পত্র লেখার নিয়ম জানবো। তবে সাধারণ ভাবে বলতে গেলে দরখাস্ত এবং আবেদন পত্রের মাঝে কোনো ব্যবধান নেই। তবুও আপনাদের সুবিধার্থে সম্পূর্ণ আলাদা ভাবে নিয়ম দেখানো হলো।

আবেদন পত্র কি?

আবেদন পত্র হলো এমন একটি বিষয়, যেটার মাধ্যমে নিজের চাওয়াকে সামনে রেখে গুছালো ভাবে বিনয়ের সাথে মনেব ভাব প্রকাশ করা।

অর্থাৎ, কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির কাছে আপনার প্রয়োজন সম্পর্কে জানানো এবং সেই সাথে আপনার যোগ্যতা সম্পর্কেও কাঙ্খিত ব্যক্তির কাছে উপস্থাপন করা। এটাই মূলত আবেদন পত্রের মূল লক্ষ্য বা বিষয়বস্তু।

চাকরির আবেদন পত্র নমুনা

আপনি যদি শুধুমাত্র একটি আবেদন পত্র ভালো করে শিখতে পারেন, তবে যে কোনো বিষয়ের আবেদন পত্র লেখা আপনার জন্য সহজ হয়ে যাবে।

আরও পড়ুনঃ এমপির কাছে দরখাস্ত লেখার নিয়ম (নমুনা কপি)

আপনাদের সুবিধার্থে এই আর্টিকেলে আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় প্রায় সকল ধরণের চাকরির আবেদন পত্র উপস্থাপন করতে চেষ্টা করেছি।

সরকারি চাকুরির আবেদন পত্র

তারিখ: ২৪.০৯.২০২২ ইং
বরাবর,
মহাপরিচালক,
ইসলামিক ফাউন্ডেশন, ঢাকা, বাংলাদেশ।
বিষয়: ‘সিনিয়র অফিসার’ পদে নিযুক্তির আবেদন।

জনাব,
সালাম পূর্বক আপনার কাছে বিনীত নিবেদন এই যে, গত ২৮-০৮-২০২২ তারিখে ‘দৈনিক ইত্তেফাক’ পত্রিকার মারফতে জানতে পারলাম যে, আপনার প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার পদে কিছুসংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে। আমি উক্ত পদের জন্য একজন প্রার্থী। প্রার্থীতার সপক্ষে এবং আপনার সহানুভূতিশীল বিবেচনার জন্য আমার যোগ্যতা ও পূর্ব অভিজ্ঞাতার বিবরণ নিচে পেশ করছি:

১. নাম                           : আজিজুল ইসলাম
২. পিতার নাম                : সোহরাফ উদ্দিন
৩. মাতার নাম                : হালিমা বেগম
৪. স্থায়ী ঠিকানা              : হোসেনপুর, কিশোরগঞ্জ
৫. বর্তমান ঠিকানা         : মালিবাগ, ঢাকা
৬. জন্ম তারিখ               : ২৩-০৭-১৯৯৪ ইং
৭. বর্তমান বয়স             : ২৯
৮. ধর্ম                            : ইসলাম
৯. জাতীয়তা                  : বাংলাদেশী
১০. শিক্ষাগত যোগ্যতা :

পরীক্ষার নাম শাখা প্রাপ্ত বিভাগ পাসের বছর বোর্ড/বিশ্ববিদ্যালয়
দাখিল মানবিক প্রথম বিভাগ ২০১৬ মাদ্রাসা বোর্ড
আলিম মানবিক দ্বিতীয় বিভাগ ২০১৮ মাদ্রাসা বোর্ড
অনার্স পাশ প্রথম বিভাগ ২০২২ জাতীয় বিশ্ববিদ্যালয়

১১. অভিজ্ঞতা           : বিগত ২০০৪ সাল থেকে আমি ইসলামিক ফাউন্ডেশনে কেরানি গদে নিয়োজিত আছি।

আরও পড়ুনঃ অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র (বাংলা -ইংরেজি)

উপরে উল্লেখিত যোগ্যাতা, অভিজ্ঞতা ও বিবরণাদির আলোকে আমাকে পার্থিত পদে নিয়োগদানে আপনার দয়ার্দ্র হৃদয়ের কাছে আমি চির কৃতজ্ঞ থাকব।

সংযুক্তি :
(ক) আপনার দাখিল, আলিম ও অনার্স সার্টিফিকেট -এর মূল সত্যায়িত কপি দিতে হবে।
(খ) চারিত্রিক সনদপত্র বা সকল প্রশংসা পত্রের সত্যায়িত কপি দিতে হবে।
(গ) অভিজ্ঞতার সনদ দিতে হবে।
(ঘ) সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৩ কপি সত্যায়িত ছবি দিতে হবে।

শিক্ষক পদে চাকরির আবেদন পত্র

তারিখ: ২৯.০৫.২০১৮ ইং
বরাবর,
প্রিন্সিপাল,
জামিয়া তামিরুল মিল্লাত মাদ্রাসা, সতাল, কিশোরগঞ্জ
বিষয়: ‘প্রভাষক’ পদে নিয়োগের জন্যে আবেদন।

জনাব,
আসসালামু আলাইকুম। আপনার কাছে বিনীত আরজ এই যে, বিগত ২০-০৫-২০১৮ ইং তারিখে ‘দৈনিক যুগান্তর’ পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম যে, আপনার প্রতিষ্ঠানে আরবি বিষয়ে একজন প্রভাষক নিয়োগ করা হবে। আমি উক্ত প্রভাষক পদে আগ্রহী এবং প্রার্থী হিসেবে আপনার সদয় বিবেচনার জন্য নিচে আমার শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য প্রয়োজনীয় বিষয়াদি তুলে ধরলাম।

১. নাম                           :  মো. সাজ্জাদ হোসেন কামাল
২. পিতার নাম                : আলি আশরাফ
৩. মাতার নাম                : সাইমা আক্তার
৪. স্থায়ী ঠিকানা              : গ্রাম- মাঝিরকোণা, ডাকঘর- বৌলাই, থানা ও জেলা- কিশোরগঞ্জ।
৫. বর্তমান ঠিকানা         :  ভূইয়া ম্যানশন (৩য় তলা) সায়বাদ, ঢাকা -১১০০।
৬. জন্ম তারিখ               : ০৭-০৮-১৯৯৫ ইং
৭. বর্তমান বয়স             : ২৭ বছর
৮. ধর্ম                            : ইসলাম
৯. জাতীয়তা                  : বাংলাদেশী
১০. শিক্ষাগত যোগ্যতা :

পরীক্ষার নাম শাখা প্রাপ্ত বিভাগ/শ্রেণী পাসের বছর বোর্ড/বিশ্ববিদ্যালয়
দাখিল বিজ্ঞান প্রথম বিভাগ ১৯৯৮ মাদ্রাসা বোর্ড
আলিম বিজ্ঞান দ্বিতীয় বিভাগ ২০০০ মাদ্রাসা বোর্ড
বিএ (সম্মান) আরবি প্রথম বিভাগ ২০০৫ জাতীয় বিশ্ববিদ্যালয়
বিএ (সম্মান) আরবি প্রথম বিভাগ ২০০৬ জাতীয় বিশ্ববিদ্যালয়

১১. অভিজ্ঞতা           : বিগত ২০০৭ সাল থেকে আমি নির্মাণ পাবলিকেশন্স লি. -এর আরবি বিভাগে কর্মরত আছি।

অতএব, মহোদয়ের কাছে আমার নিবেদন, উল্লিখিত তথ্যাবলির ভিত্তিতে ও প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে আমার মেধা ও দক্ষতা যাচাইপূর্বক উক্ত পদে আমাকে নিয়োগদানে আপনার সুদৃষ্টি কামনা করছি।

নিবেদক-
মো. সাজ্জাদ হোসেন কামাল

সংযুক্তি :
(ক) শিক্ষাগত যোগ্যাতার সকল সনদপত্রের সত্যায়িত কপি প্রদান করতে হবে।
(খ) চারিত্রিক সনদপত্রের কপি দিতে হবে।
(গ) অভিজ্ঞতার সনদপত্র দিতে হবে।
(ঘ) নাগরিকত্বের সনদপত্র দিতে হবে।
(ঙ) শিক্ষক নিবন্ধন পরীক্ষার সত্যায়িত কপি দিতে হবে।
(চ) ৩০০ টাকা মূল্যের ব্যাংক ড্রাফট দিতে হবে।
(ছ) সদ্য তোলা পাসপোর্ট আকারের ৩ কপি সত্যায়িত ছবি দিতে হবে।

[ বি.দ্র. চাকরির আবেদন পত্রের শেষে ডাকটিকেট সংবলিত খাম, ঠিকানা ব্যবহার করা অপরিহার্য ]

আরও পড়ুনঃ স্কুলে বা অফিসে ক্ষমা চেয়ে আবেদন পত্র লেখার নিয়ম

কোম্পানির চাকরির আবেদন পত্র

তারিখ: ১০.০২.২০১৯ ইং
বরাবর,
পরিচালক,
আইটি নির্মাণ এজেন্সি, কিশোরগঞ্জ।
বিষয়: কম্পিউটার প্রোগ্রামার পদে নিয়োগের আবেদন।

জনাব,
সালাম পূর্বক বিনীত নিবেদন এই যে, গত ২২-০৬-২০২১ তারিখে ‘প্রথম আলো’ পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি হতে জানতে পারলাম যে, আপনার প্রতিষ্ঠানে কম্পিউটার প্রোগ্রামার হিসেবে ২০ জন লোক নিয়োগ দেওয়া হবে।  উক্ত পদে নিয়োগের জন্য আমি আগ্রহী। আমার শিক্ষাগত যোগ্যতা ও পূর্ব অভিজ্ঞতার বিবরণ নিচে তুলে ধরছি:

১. নাম                           : মোহাম্মাদ আজিজুল হোসাইন
২. পিতার নাম                : মোহাম্মাদ উমাইর আব্দুল্লাহ
৩. মাতার নাম                : মোছা. মমতাজ খাঁন
৪. স্থায়ী ঠিকানা              : নানশ্রী, কলাপাড়া, কিশোরগঞ্জ
৫. বর্তমান ঠিকানা         : ৩৯ বাংলাবাজার, ঢাকা -১১০০
৬. জন্ম তারিখ               : ১৮-০৭-১৯৯৮ ইং
৭. বর্তমান বয়স             : ২৩ বছর
৮. ধর্ম                            : ইসলাম
৯. জাতীয়তা                  : বাংলাদেশী
১০. শিক্ষাগত যোগ্যতা :

পরীক্ষার নাম শাখা প্রাপ্ত বিভাগ/গ্রেড পাসের সাল বোর্ড/বিশ্ববিদ্যালয়
দাখিল বিজ্ঞান A+ ২০০৪ মাদ্রাসা বোর্ড
আলিম কম্পিউটার সায়েন্স A- ২০০৬ মাদ্রাসা বোর্ড
বি.এস-সি (অনার্স) কম্পিউটার সায়েন্স A+ ২০১০ জাতীয় বিশ্ববিদ্যালয়

১১. অভিজ্ঞতা           : বিগত ২০১২ সাল থেকে আমি মানব কল্যাণ কম্পিউটারে প্রোগ্রামার হিসেবে নিয়োজিত আছি।

আরও পড়ুনঃ জরিমানা মওকুফের জন্য আবেদন পত্র লেখার নিয়ম

উপরে উল্লেখিত শিক্ষাগত যোগ্যাতা, অভিজ্ঞতা ও বিবরণের আলোকে আমাকে কাঙ্খিত পদে নিয়োগ দানে আপনার দয়ার্দ্র হৃদয়ের প্রতি চিরদিন কৃতজ্ঞ থাকবো।

নিবেদক-
মোহাম্মাদ আজিজুল হোসাইন

সংযুক্তি :
(ক) দাখিল, আলিম ও বি. এস -সি ( অনার্স) পাসের সার্টিফিকেট -এর সত্যায়িত কপি।
(খ) জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি।
(গ) অভিজ্ঞতার সনদ দিতে হবে।
(ঘ) সদ্য তোলা ৪ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি।

গুরুত্বপূর্ণ কিছু কথাঃ

প্রিয় পাঠক, আমাদের দেওয়া ‘চাকরির আবেদন পত্র লেখার নিয়ম নমুনা’ গুলো জাতীয়ভাবে আবেদন পত্রের নমুনা অনুসারে লেখা। তাই আপনি যদি ভালো করে এই নমুনাগুলো অনুসরণ করতে পরেন, তবে যে কোনো ধরণের আবেদনপত্র লেখা আপনার জন্য ’পানির মতো’ সহজ হয়ে যাবে।

তবে বিভিন্ন ক্ষেত্রে এমন হতে পারে যে, আপনার কাঙ্খিত চাকরির জন্য ‘সংযুক্তি’ গুলোর মাঝে কম বেশী হতে পারে। অর্থাৎ, কোনো চাকরি ক্ষেত্রে দাখিল এবং আলিম পরীক্ষার সার্টিফিকেট প্রয়োজন হয়, আবার কোনো চাকরি ক্ষেত্রে শুধু অনার্স এর সার্টিফিকেট হলেই হয়। সংযুক্তির মাঝে এমন ছোটখাটো ব্যবধান হতে পারে। তবে লেখার ধরন ঠিক থাকবে।

আমি আশা করছি, চাকরির আবেদন পত্র লেখার নিয়ম জানতে পেরে আপনি উপকৃত হতে পেরেছেন। আপনার জীবন কল্যাণময় হোক। ধন্যবাদ

IT Nirman

যত জ্ঞান-ধন করেছি অর্জন জীবনের প্রয়োজনে, তার সবটুকুই বিলাতে চাই সৃষ্টির কল্যাণে।

Related Articles

2 Comments

  1. যারা চাকুরির আবেদন পত্র লেখার বিষয়ে অন্যের দ্বারস্ত হয়ে পরামর্শটুকু না নিয়ে কিছু না জেনেই আবেদন পত্র লিখেন তারা কিন্তু দিনশেষে রিজেক্টেড হওয়ার আশংকায় ভোগেন। এই আশংকা থেকে রেহাই পেতে এই পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে বুঝুন। তবে আশা করা যায় রিজেক্টেড হবে না আপনার আবেদনপত্র। লেখককে ধন্যবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button
× How can I help you?

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker!