ফিন্যান্স ও ব্যাংকিং সাধারণ জ্ঞান

বিভিন্ন দেশের মুদ্রার নাম মনে রাখার কৌশল ২০২৩

বিভিন্ন দেশের মুদ্রার নাম মনে রাখার কৌশল
Written by IT Nirman

BCS পরীক্ষায় প্রায়শই বিভিন্ন দেশের মুদ্রা নাম, রাজধানীর নাম, দেশের আয়তন ইত্যাদি সম্পর্কে প্রশ্ন করা হয়। BCS পরীক্ষা ছাড়াও শিক্ষার্থীদের সাধারণ জ্ঞান যাচাই করতে শিক্ষকগণ ক্লাসে এই ধরণের করে থাকে।

কিন্তু বিশ্বের সবগুলে দেশের মুদ্রার নাম, রাজধানী ও দেশের আয়তন সম্পর্কে একসাথে মনে রাখা কি সহজ ব্যাপার? বেশিরভাগ মানুষই এটা পারবে না। তবে একথা সত্য যে, বিভিন্ন দেশের মুদ্রার নাম মনে রাখার কৌশল বা কিছু গোপনীয় টেকনিক রয়েছে।

যেই টেকনিক গুলো ফলো করে আপনিও চাইলে সকল দেশের মুদ্রার নাম চোখ বুজে বলে দিতে পারবেন। বিষয়টা একটু জটিল মনে হলেও এটা অসম্ভব কিছু না।

যদিও এখানে দেশের রাজধানী বা দেশের আয়তন সম্পর্কে কোন আলোচনা নেই। শুধুমাত্র মুদ্রার নাম মনে রাখার টেকনিক সম্পর্কে আলোচনা করা হয়েছে।

বিভিন্ন দেশের মুদ্রার নাম মনে রাখার কৌশল

বৈজ্ঞানিক ভাবে এমন কিছু কৌশল রয়েছে, যেগুলো আমাদের IQ সহজেই বাড়িয়ে দেয়। স্বরণশক্তি বৃদ্ধির পাশাপাশি স্মৃতির ধারণ ক্ষমতাতেও সমৃদ্ধি আনে।

কৌশলগত ভাবে যেই পদ্ধতি গুলো কার্যকরী এবং বাস্তবসম্মত, আমি শুধুমাত্র এমনই কিছু টেকনিক নিচে তুলে ধরেছি। যা আপনি বিভিন্ন দেশের মুদ্রার নাম মনে রাখার উপায় হিসেবেও ধরে নিতে পারেন।

যে সকল দেশের মুদ্রার নাম “দিনার”

টেকনিকঃ – আজ তিসা ও লিবা কই ডিনার করবে?

  • আ =আলজেরিয়া,
  • জ =জর্ডান,
  • তি =তিউনিশিয়া,
  • সা =সার্বিয়া,
  • লি =লিবিয়া,
  • বাহ =বাহরাইন,
  • ক =কুয়েত,
  • ই =ইরাক,
  • ডিনার =দিনার।

যে সকল দেশের মূদ্রার নাম “ডলার”

টেকনিকঃ – গনি মাঝির জামাই HSC পাশ করে BBA পড়তে বাড়ি ছেড়ে অস্ট্রেলিয়া গেল

  • গ- গায়ানা
  • নি- নিউজিল্যান্ড
  • মা- মার্কিন যুক্তরাষ্ট্র
  • ঝী- জিম্বাবুয়ে
  • জা- জামাইকা
  • মা- মার্শাল আইল্যান্ড
  • ই- ইকুয়েডর
  • H- হংক
  • S- সিঙ্গাপুর
  • C- কানাডা
  • B- বেলিজ
  • B- ব্রুনাই
  • A- এন্টিগুয়া
  • বা = বারমুডা,
  • অ = অস্ট্রেলিয়া
  • গেল- গ্রানাডা।

যে সকল দেশের মূদ্রার নাম ”ক্রোনা”

টেকনিকঃ – “ফিডে আসুন / ফিনল্যান্ডে আসুন ”

  • ফি =ফিনল্যান্ড
  • ডে = ডেনমার্ক
  • আ = আইসল্যান্ড
  • সু = সুইডেন
  • ন = নরওয়ে

যে সকল দেশের মূদ্রার নাম ”পাউন্ড”

টেকনিকঃ – যুক্তরাজ্যে সিসা মিলে

  • যুক্তরাজ্য = যুক্তরাজ্য
  • সি = সিরিয়া
  • সা = সাইপ্রাস
  • মি = মিশর
  • লে = লেবানন

প্রিয় পাঠক, বিভিন্ন দেশের মুদ্রার নাম মনে রাখার কৌশল গুলোর বিভিন্ন উদাহরণ উপরে তুলে ধরার চেষ্টা করেছি। যদিও এখানে সকল কারেন্সি বা মুদ্রার নাম উল্লেখ নেই।

তবে আমরা খুব শিঘ্রই এই লিস্টটিকে পূর্ণাঙ্গদানে কাজ চালিয়ে যাচ্ছি। যতটুকু উল্লেখ করেছি, তা ভালো লাগলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ

About the author

IT Nirman

যত জ্ঞান-ধন করেছি অর্জন জীবনের প্রয়োজনে,
তার সবটুকুই বিলাতে চাই সৃষ্টির কল্যাণে।

Leave a Comment