বিভিন্ন দেশের মুদ্রার নাম মনে রাখার কৌশল

বিভিন্ন দেশের মুদ্রার নাম মনে রাখার কৌশল ২০২৩

প্রায় সময় দেখা য়ায় BCS পরীক্ষায় বিভিন্ন দেশের মুদ্রা সম্পর্কে প্রশ্ন করা হয়। BCS পরীক্ষা ছাড়াও বিশ্ব সম্পর্কে সাধারণ জ্ঞান যাচাই করতে শিক্ষকগণ এই ধরণের প্রশ্ন ক্লাসে শিক্ষার্থীদেরকে করে থাকে।

কিন্তু বিশ্বের সমস্ত দেশের মুদ্রার নাম কি একসাথে মনে রাখা সহজ ব্যাপার? বেশিরভাগ মানুষই এটা পারবে না। তবে একথা সত্য যে, বিভিন্ন দেশের মুদ্রার নাম মনে রাখার কৌশল বা কিছু গোপনীয় টেকনিক রয়েছে।

যেই টেকনিক গুলো ফলো করে বিভিন্ন মানুষ সকল দেশের মুদ্রার নাম চোখ বুজে বলে দিতে পারবে। বিষয়টা একটু জটিল মনে হলেও এটা বাস্তব এবং সম্ভব।

আপনিও যদি মুদ্রার নাম মনে রাখার টেকনিক গুলো ফলো করেন, তবে আপনিও পারবেন ইনশাআল্লাহ। আমি আপনাকে বিভিন্ন দেশের মুদ্রার নাম মনে রাখার উপায় গুলো বলে দিচ্ছি।

বিভিন্ন দেশের মুদ্রার নাম মনে রাখার কৌশল

বৈজ্ঞানিক ভাবে এমন কিছু কৌশল রয়েছে, যেগুলো আমাদের IQ সহজেই বাড়িয়ে দেয়। স্বরণশক্তি বৃদ্ধির পাশাপাশি স্মৃতির ধারণ ক্ষমতাতেও সমৃদ্ধি আনে।

কৌশলগত ভাবে যেই পদ্ধতি গুলো কার্যকরী এবং বাস্তবসম্মত, আমি শুধুমাত্র এমনই কিছু টেকনিক নিচে তুলে ধরেছি।

যে সকল দেশের মুদ্রার নাম “দিনার”

টেকনিকঃ – আজ তিসা ও লিবা কই ডিনার করবে?

  • আ =আলজেরিয়া,
  • জ =জর্ডান,
  • তি =তিউনিশিয়া,
  • সা =সার্বিয়া,
  • লি =লিবিয়া,
  • বাহ =বাহরাইন,
  • ক =কুয়েত,
  • ই =ইরাক,
  • ডিনার =দিনার।

যে সকল দেশের মূদ্রার নাম “ডলার”

টেকনিকঃ – গনি মাঝির জামাই HSC পাশ করে BBA পড়তে বাড়ি ছেড়ে অস্ট্রেলিয়া গেল

  • গ- গায়ানা
  • নি- নিউজিল্যান্ড
  • মা- মার্কিন যুক্তরাষ্ট্র
  • ঝী- জিম্বাবুয়ে
  • জা- জামাইকা
  • মা- মার্শাল আইল্যান্ড
  • ই- ইকুয়েডর
  • H- হংক
  • S- সিঙ্গাপুর
  • C- কানাডা
  • B- বেলিজ
  • B- ব্রুনাই
  • A- এন্টিগুয়া
  • বা = বারমুডা,
  • অ = অস্ট্রেলিয়া
  • গেল- গ্রানাডা।

যে সকল দেশের মূদ্রার নাম ”ক্রোনা”

টেকনিকঃ – “ফিডে আসুন / ফিনল্যান্ডে আসুন ”

  • ফি =ফিনল্যান্ড
  • ডে = ডেনমার্ক
  • আ = আইসল্যান্ড
  • সু = সুইডেন
  • ন = নরওয়ে

যে সকল দেশের মূদ্রার নাম ”পাউন্ড”

টেকনিকঃ – যুক্তরাজ্যে সিসা মিলে

  • যুক্তরাজ্য = যুক্তরাজ্য
  • সি = সিরিয়া
  • সা = সাইপ্রাস
  • মি = মিশর
  • লে = লেবানন

প্রিয় পাঠক, বিভিন্ন দেশের মুদ্রার নাম মনে রাখার কৌশল গুলোর একটি উদাহরণ উপরে তুলে ধরার চেষ্টা করেছি। যদিও এখানে সকল কারেন্সি বা মুদ্রার নাম উল্লেখ নেই।

তবে আমরা খুব শিঘ্রই এই লিস্টটিকে পূর্ণাঙ্গদানে কাজ চালিয়ে যাচ্ছি। যতটুকু উল্লেখ করেছি, ভালো লাগলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ

IT Nirman

যত জ্ঞান-ধন করেছি অর্জন জীবনের প্রয়োজনে,
তার সবটুকুই বিলাতে চাই সৃষ্টির কল্যাণে।

Add comment

Your Header Sidebar area is currently empty. Hurry up and add some widgets.

× How can I help you?