আবেদন পত্র

বকেয়া বেতনের জন্য আবেদন পত্র লেখার নিয়ম

বকেয়া বেতনের জন্য আবেদন পত্র লেখার নিয়ম
Written by IT Nirman

বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থায় অনেক সময় দেখা যায় যে, কারণবশত বেতন আটকে রাখা হয়। এই পরিস্থিতিতে কয়েক মাস চললে চাকরীজীবিকে আর্থিক সংকটের মুখামুখি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এমতবস্থায় কিভাবে বকেয়া বেতনের জন্য আবেদন পত্র লিখবেন তার একটি নমুনা কপি এই ব্লগে উপস্থাপন করা হয়েছে।

প্রতিষ্ঠান কর্তৃপক্ষের কাছে বকেয়া বেতন পাওয়ার জন্য আবেদন পত্র লিখলে যথাযথ উদ্যোগ গ্রহণের মাধ্যমে খুব সহজেই পরিস্থিতির মোকাবেলা করা সম্ভব। এই বিষয়টি মাদ্রাসা শিক্ষকদের বকেয়া বেতনের ক্ষেত্রে বেশিরভাগ ঘটে।

আরও পড়ুনঃ গার্মেন্টস চাকরি হতে অব্যাহতির জন্য আবেদন পত্র

সে যাইহোক, আপনি যে কোনো প্রতিষ্ঠানেই চাকরি করেন না করেন, আপনি কিভাবে বকেয়া বেতন উত্তোলনের জন্য আবেদন পত্র লিখে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের কাছে সুপারিশ করবেন তার একটি নমুনা নিচে তুলে ধরা হলো। –

বকেয়া বেতনের জন্য আবেদন পত্র লেখার নিয়ম

তারিখঃ ০৪ -০৬ -২০২৩ ইং
বরাবার,
অধ্যক্ষ/প্রধান শিক্ষক / প্রিন্সিপাল
শামছুদ্দিন ভূঁইয়া কামিল মাদ্রাসা, হুসেনদি, কিশোরগঞ্জ

বিয়ষঃ বকেয়া বেতন পরিশোধের জন্য আবেদন

জনাব,
যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে, আমি আপনার প্রতিষ্ঠানে দীর্ঘ ৮ বছর ধরে শ্রেণি শিক্ষকের দায়িত্ব পালন করে আসছি। আপনার প্রতিষ্ঠানের বেতনই আমার সংসারের আর্থিক ব্যয়ের উৎস। গত ০১-০৬-২০২২ ইং তারিখ হতে ৩০ -০৫-২০২৩ ইং তারিখ পর্যন্ত আমি বেতন গ্রহণ করতে পারিনি।

অতএব, জনাব আপনার সমীপে আমার আকুল আবেদন এই যে, আপনার প্রতিষ্ঠানে আমার বকেয়া বেতন পরিশোধ করে আমাকে বাধিত করবেন।

নিবেদক –

নামঃ সাইফুদ্দিন মিলন
গ্রামঃ হুসেনদি
শিক্ষকঃ শামছুদ্দিন ভূঁইয়া কামিল মাদ্রাসা,
হুসেনদি, কিশোরগঞ্জ।

আরও পড়ুনঃ স্কুলে বা অফিসে ক্ষমা চেয়ে আবেদন পত্র লেখার নিয়ম

বকেয়া বেতনের বিষয়টি যেহেতু বেশিরভাগ সময় মাদ্রাসা শিক্ষকদের ক্ষেত্রে ঘটে, সেহেতু আমরা সবদিক বিবেচনায় একজন মাদ্রাসা শিক্ষকদের বকেয়া বেতন পরিশোধের জন্য আবেদন পত্র লেখার সহজ নিয়ম উপস্থাপন করেছি।

তবে আপনি চাইলে এই নিয়ম ফলো করে যে কোনো ধরণের বকেয়া বেতনের জন্য আবেদন পত্র লিখতে পারবেন। আপনি যদি হুবহু এই নিয়ম ফলো করেন, তবে খুব সহজেই আপনার বকেয়া টাকা উত্তোলনের একটি পথ পেয়ে যাবেন।

About the author

IT Nirman

যত জ্ঞান-ধন করেছি অর্জন জীবনের প্রয়োজনে,
তার সবটুকুই বিলাতে চাই সৃষ্টির কল্যাণে।

Leave a Comment