আবেদন পত্র

গভীর নলকূপ স্থাপনের জন্য আবেদন পত্র লেখার নিয়ম

গভীর নলকূপ স্থাপনের জন্য আবেদন পত্র লেখার নিয়ম
Written by IT Nirman

গ্রামীণ এলাকায় অনেক সময় নলকূপের অভাব থাকে। ফলে সাধারণ কৃষকদের চাষাবাদ বা সেচকাজ বিভিন্নভাবে বাঁধাগ্রস্থ হয়। উক্ত সমস্যা মোকাবেলায় হয়তবো কখনও আপনার উপজেলা চেয়ারম্যান বা ইউনিউয়ন চেয়ারম্যানের কাছে একটি সরকারি গভীর নলকূপ স্থাপনের জন্য আবেদন পত্র লেখার প্রয়োজন হতে পারে।

আবার অনেক সময় শিক্ষার্থীদের পরীক্ষায় এই ধরণের প্রশ্নও আসে, যেখানে বলা হয় – তোমার এলাকার চেয়ারম্যানের কাছে একটি পানীয় জলের নলকূপ স্থাপনের জন্য দরখাস্ত বা আবেদন পত্র লিখো। অথবা আপনাদের এলাকায় সত্যিই একটি নলকূপ স্থাপনের প্রয়োজন হতেই পারে।

তাই আপনাদের সুবিধার্থে চেয়ারম্যানের কাছে চেয়ে একটি গভীর নলকূপ স্থাপনের আবেদন পত্র লেখার নিয়ম (নমুনা) আপনাদের সামনে উপস্থাপন করা হলো। যেখানে বিষয়বস্তু সহ পুরো নিয়ম তুলে ধরা হয়েছে।

আরও পড়ুনঃ রাস্তা সংস্কারের জন্য আবেদন পত্র লেখার নিয়ম

তারিখঃ ২২ ফেব্রুয়ারি ২০২৩ ইং
বরারর,
চেয়ারম্যান সাহেব
৬ নং বৌলাই ইউনিয়ন পরিষদ, কিশোরগঞ্জ।

বিষয়ঃ গভীর নলকূপ স্থাপনের জন্য আবেদন।

জনাব,
যথাবিহিত সম্মানপূর্বক নিবেদন এই যে, আমরা আপনার ইউনিয়নের ভরাটি চরপাড়া গ্রামের কৃষক বাসিন্দা। আমাদের এলাকায় প্রায় ৪০০ শ’ এর উপর কৃষক বসতি রয়েছে। যারা প্রায় এক হাজার একর জমিতে বিভিন্ন ধরণের শস্য উৎপাদন করে। নিশ্চই অবগত আছেন আমাদের এলাকায় কোনো খাল বা নদী নেই। উক্ত কৃষি জমিগুলোতে শুধুমাত্র একটি ডিজেল চালিত ইঞ্জিনের দ্বারা সেচকার্য পরিচালনা করা হয়। কিন্তু তেলের দাম বেড়ে যাওযায় কৃষকগণের সেচ খরচ বেশী হচ্ছে। আবার অন্যদিকে একটিমাত্র ডিজেল চালিত ইঞ্জিন এক হাজার একর জমির জন্য যথেষ্ট নয়।

অতএব, আপনার নিকট ভরাটি চরপাড়া গ্রামের কৃষক বাসিন্দাদের আকুল আবেদন এই যে, একটি নতুন নলকূপ স্থাপনের ব্যবস্থা করে চাষাবাদে সহজলভ্যতা ও কৃষকদের দুঃখ লাঘবে এগিয়ে এসে আমাদেরকে বাধিত করবেন।

কৃষকদের পক্ষে নিবেদনকারীঃ
নামঃ মো. আশরাফুল ইসলাম
পিতাঃ মো. ছালাম মিয়া
গ্রামঃ ভরাটি চরপাড়া
উপজেলাঃ কিশোরগঞ্জ
মোবাইলঃ ০১৭********

কৃষকগণের
নামঃ
স্বাক্ষরঃ
আমিনুল ইসলাম
মো. হাসান জামিল
মো. কাঞ্চন মিয়া
ছালাম মিয়া
মুমিন মিয়া
গিয়াস উদ্দিন
মুমিন মিয়া
কবির মিয়া
শাকিল মল্ডল
১০ রাজিব উদ্দিন

বি. দ্র. : আবেদন পত্রটি এক পৃষ্ঠার না হলে অপর পৃষ্ঠায় লেখা যেতে পারে।

আরও পড়ুনঃ বিদ্যালয়ে পাঠাগার স্থাপনের জন্য আবেদন পত্র (নমুনা কপি)

প্রিয় পাঠক, গ্রাম এলাকায় গভীর নলকূপ স্থাপন করা চাষাবাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আবার খাবার পানির জন্যও প্রত্যন্ত অঞ্চলে বা বিদ্যালয়ে একটি গভীর নলকূপের প্রয়োজন হতে পারে। শিক্ষার্থীদের পরীক্ষার প্রশ্নেও  বলা হতে পারে গভীর নলকূপ স্থাপনের জন্য আবেদন পত্র লেখো।

যেভাবেই প্রয়োজন হোক না কেন, আপনি যদি উপরোক্ত পদ্ধতি অনুসরণ করে নলকূপ স্থাপনের আবেদন পত্রটি লিখে আপনার সংশ্লিষ্ট চেয়ারম্যানের নিকট দাখিল করেন, তবে আশা করা যায় আপনাদের নলকূপটি মঞ্জুর হয়ে যাবে। ঠিক একই ভাবে শিক্ষার্থীরাও পরীক্ষার খাতায় এভাবে লিখলে স্যারেরা নম্বর দিতে বাধ্য!

About the author

IT Nirman

যত জ্ঞান-ধন করেছি অর্জন জীবনের প্রয়োজনে,
তার সবটুকুই বিলাতে চাই সৃষ্টির কল্যাণে।

Leave a Comment